Viral Video

সাংবাদিককে ঘিরে ধরে চড়, মুখে পর পর জুতোর বাড়ি তরুণীর! ভিডিয়ো ভাইরাল হতেই ব্যবস্থা নিল পুলিশ

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের ফিরোজ়পুরে জৈন মন্দির সুভাষ তিরহা এলাকার কাছে ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় খবর সংগ্রহে গিয়েছিলেন এক স্থানীয় সাংবাদিক। অভিযোগ, সেখানেই তাঁকে মারধর করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৬:২১
Video shows some people harassing journalist in Uttar Pradesh, Police takes action

সাংবাদিককে চড় তরুণীর। ছবি: এক্স থেকে নেওয়া।

খবর সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার উত্তরপ্রদেশে তরুণ সাংবাদিক। তাঁকে ধরে একের পর এক চড় মারলেন এক তরুণী। জুতোপেটাও করা হয়! শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজ়পুরে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিরোজ়পুরে জৈন মন্দির সুভাষ তিরহা এলাকার কাছে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই এলাকায় খবর সংগ্রহে গিয়েছিলেন স্থানীয় সাংবাদিক রাহুল উপাধ্যায়। অভিযোগ, তখনই চার-পাঁচ জন এসে হামলা চালান তাঁর উপর। রাহুল মদ খেয়েছেন অভিযোগ তুলে মারতে শুরু করেন তাঁকে। মারধরের ভিডিয়ো রেকর্ড করতেও শুরু করেন। হামলাকারীদের মধ্যে মুসকান নামে এক তরুণী ছিলেন। অভিযোগ, যখন তিন-চার জন যুবক রাহুলকে ধরে রেখেছিলেন, তখন তাঁর মোবাইল ভেঙে দেন তরুণী। গালিগালাজ করেন রাহুলকে। তাঁকে প্রথমে চড় এবং পরে মুখে জুতোর বাড়ি মারেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ওই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন রাহুল। মুসকান, তাঁর স্বামী এবং অন্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। রাহুলের অভিযোগ, মারধরের ভিডিয়ো প্রকাশ্যে না আনার শর্তে তাঁর থেকে টাকা চেয়েছিলেন মুসকান এবং তাঁর সঙ্গীরা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাহুলকে মারধরের ভিডিয়োটি প্রথমে ‘ভারত সমাচার’ নামে স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়। ভিডিয়ো দেখে এক্স হ্যান্ডলেই একটি বিবৃতি জারি করে ফিরোজ়াবাদ পুলিশ। ওই পোস্টে পুলিশ লিখেছে, ‘‘এই ঘটনায় যুক্ত তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। আরও আইনি প্রক্রিয়া চলছে।’’ পুলিশ এ-ও জানিয়েছে, উভয় পক্ষের কাছ থেকে লিখিত বিবৃতি নেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন