Viral Video

ট্রেনের মধ্যে অদ্ভুত ঝামেলা! মারপিটের বদলে একে অপরকে ‘চুমু’ খেলেন দুই যাত্রী, থুতুও ছেটালেন, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সিঙ্গাপুরের একটি ট্রেনের কামরায় ঝামেলায় জড়িয়েছেন দুই পুরুষ যাত্রী। এক জনের পরনে হাফপ্যান্ট এবং টিশার্ট। অন্য জন টিশার্টের সঙ্গে ফুল প্যান্ট পরেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৩১
Video shows two male passengers started brawl in a bizarre way inside Singapore train

দুই যাত্রীর ঝামেলা। ছবি: এক্স থেকে নেওয়া।

কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। তবে এ বার অদ্ভুত ঘটনার জেরে খবরে সিঙ্গাপুরের ট্রেন। মেট্রোর কামরায় অদ্ভুত কায়দায় ঝামেলা করে নজর কাড়লেন দুই পুরুষ যাত্রী। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ঘটেছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিঙ্গাপুরের একটি ট্রেনের কামরায় ঝামেলায় জড়িয়েছেন দুই পুরুষ যাত্রী। এক জনের পরনে হাফপ্যান্ট এবং টিশার্ট। অন্য জন টিশার্টের সঙ্গে ফুল প্যান্ট পরেছেন। মেট্রোর ওই কামরা মোটামুটি ফাঁকা। তার মধ্যেই কামরার দরজার সামনে ঝামেলা করতে দেখা যায় ওই দুই যাত্রীকে। তবে তাঁদের দেখে বোঝা দায় যে, তাঁরা ঝগড়া করছেন, একে অপরকে চুমু খাচ্ছেন, না একে অপরকে থুতু ছেটাচ্ছেন। বার বার মুখের কাছে মুখ এনে তর্ক করতে দেখা যায় তাঁদের। কয়েক জন যাত্রী তাঁদের শান্ত করার চেষ্টা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মিয়ো_সাব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক জন মজা করে লিখেছেন, ‘‘ঝগড়ার সময় তো জানি একে অপরকে ঘুষি মারে। এ তো দেখছি চুম্বন করছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এটা কী ধরলেন ঝগড়া! এ রকম ঝামেলা এই প্রথম দেখলাম।’’

Advertisement
আরও পড়ুন