Viral Video

সারা গায়ে লঙ্কা পটকা বেঁধে আগুন, যুবকের শরীরেই ফাটল আতশবাজি! তার পর... ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটিতে শোয়ানো সাইকেলের উপর খালি গায়ে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। দু’হাত দিয়ে দু’পাশে বাঁশের খুঁটি ধরে রেখেছেন তিনি। তাঁর সারা গায়ে আতশবাজি বাঁধা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৪:৩৩
Video shows youth firing cracker in a bizarre way, internet reacts

আতশবাজি নিয়ে কেরামতি যুবকের। ছবি: ইনস্টাগ্রাম।

সারা গায়ে ল‌ঙ্কা পটকা বেঁধে আগুন ধরালেন যুবক। একের পর এক বাজি ফাটল তাঁর শরীরেই। ছটফট করলেও পালালেন না। এক জায়গাতেই দাঁড়িয়ে রইলেন। দীপাবলির আবহে তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটিতে শোয়ানো সাইকেলের উপর খালি গায়ে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। দু’হাত দিয়ে দু’পাশে বাঁশের খুঁটি ধরে রেখেছেন তিনি। তাঁর সারা গায়ে আতশবাজি বাঁধা রয়েছে। এর পর এক জন পিছন থেকে এসে ওই আতশবাজিতে আগুন ধরিয়ে দেন। যুবকের শরীরেই একের পর এক আতশবাজি ফাটতে থাকে। ছটফট করতে থাকেন যুবক। কিন্তু ঠায় একই জায়গায় দাঁড়িয়ে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে নিউজ় ডিগি নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। আতশবাজি নিয়ে কেরামতি দেখানোর জন্য যুবকের নিন্দাও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘বিপজ্জনক! ভয়ঙ্কর কিছু একটা ঘটে যেতে পারত।’’ অন্য এক জন ‌আবার লিখেছেন, ‘‘উনি মোটেও ইচ্ছা করে কেরামতি দেখাাচ্ছেন না। টাকা নিয়ে অনেকে এ সব করেন। দু’বেলা দু’মুঠো খাওয়ার জন্য মানুষকে কত কিছুই না করতে হয়।’’

Advertisement
আরও পড়ুন