Viral Video

ট্রেনের দরজায় ঝুলে ঝুলে রিল! গাছের ডালে ধাক্কা লেগে পড়েই গেলেন তরুণী, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের একটি দরজার হাতল ধরে ঝুলছেন এক চিনা তরুণী। পিছনের দিকে বেশ অনেকটা ঝুঁকে রয়েছেন তিনি। তাঁর এক বন্ধু তা ক্যামেরাবন্দি করে রাখছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬
Woman fall from train while making reel, rescued later, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ট্রেনের দরজায় ঝুলে ঝুলে কেরামতি দেখাচ্ছিলেন তরুণী। বন্ধুকে দিয়ে রিলও বানাচ্ছিলেন। এর মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। রেললাইনের ধারের গাছগাছড়ায় ধাক্কা খেয়ে ট্রেন থেকেই পড়েই গেলেন তিনি। সংবাদমাধ্যম ‘ডেলিস্টার’-এর প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়। চিনের ওই তরুণী শ্রীলঙ্কা বেড়াতে এসে ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরছিলেন। তখনই ঘটে যায় দুর্ঘটনা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের একটি দরজার হাতল ধরে ঝুলছেন এক চিনা তরুণী। পিছনের দিকে বেশ অনেকটা ঝুঁকে রয়েছেন তিনি। তাঁর এক বন্ধু তা ক্যামেরাবন্দি করে রাখছেন। এমন সময়েই ঘটে যায় বিপত্তি। রেললাইনের ধারে থাকা একটি গাছের ডালে ধাক্কা খান তিনি। হাত ফস্কে নীচে পড়ে যান সঙ্গে সঙ্গে। ভয়ে চিৎকার করতে শুরু করেন তাঁর বন্ধু। সেই ভিডিয়োই পোস্ট করা হয়েছে ডেলিস্টারের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রেন থেকে পড়ে গেলেও ঝোপঝাড়ে পড়ার কারণে চিনা ওই তরুণী গুরুতর চোট পাননি। ট্রেন পরবর্তী স্টেশনে থামার পর তাঁকে উদ্ধার করতে যান তাঁর সহযাত্রীরা।

ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নিন্দার ঝড়ও উঠেছে সমাজমাধ্যমে। ওই তরুণীকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কী বোকা মেয়ে! আমি কিছু মানুষকে দেখি আর ভাবি যে তাঁদের মাথায় কী আছে!’’

Advertisement
আরও পড়ুন