Rain in West Bengal

দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে ১৬% বেশি বৃষ্টি! কোন জেলায় সবচেয়ে বেশি? কলকাতাতেই বা কত? তবে ঘাটতি উত্তরবঙ্গে

হাওয়া অফিস জানিয়েছে, গত ১ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের ৬৫০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই সময়ে বৃষ্টির স্বাভাবিক পরিমাণ ৫৫৮.৬ মিলিমিটার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৯:১৪
16 percent more rain in South Bengal, 765.6 mm of rain in Kolkata, said Alipore Meteorological Department

দক্ষিণবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে? —ফাইল চিত্র।

এ বার বর্ষায় দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে ১৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সোমবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, গত ১ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের ৬৫০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই সময়ে বৃষ্টির স্বাভাবিক পরিমাণ ৫৫৮.৬ মিলিমিটার।

Advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়ায়। সেখানে বৃষ্টির পরিমাণ ৯২১.৭ মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় ৬৫ শতাংশ বেশি। পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে ৮৬৭.২ মিলিমিটার, যা ৬৭ শতাংশ বেশি স্বাভাবিকের তুলনায়। কলকাতাতেও স্বাভাবিকের তুলনায় ২২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ ৭৬৫.৬ মিলিমিটার। কলকাতায় প্রথম দিকে বৃষ্টির ঘাটতি থাকলেও জুলাইয়ের ৮, ২০ এবং ২৫ তারিখে প্রায় ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাতেই ঘাটতি মিটেছে। হাওড়াতেও বৃষ্টির পরিমাণ ৭৫৯.১ মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় ৩৯ শতাংশ বেশি।

অন্য দিকে, উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময়ে উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৯৮৯.৭ মিলিমিটার। কিন্তু বাস্তবে বৃষ্টি হয়েছে ৬৯৪.৪ মিলিমিটার। অর্থাৎ উত্তরবঙ্গে ৩০ শতাংশেরও বেশি ঘাটতি রয়েছে। যদিও উত্তরবঙ্গের মধ‍্যে মালদহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে।

Advertisement
আরও পড়ুন