Dead body recovered

সম্পর্কের টানাপড়েন! হটোর স্টেশনের কাছে রেললাইনে বধূ এবং বাপের বাড়ির পাড়ার যুবকের দেহ উদ্ধার

মঙ্গলবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার হটোর স্টেশনের কাছে রেললাইনের উপর দু’জনের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ দু’টি উদ্ধার করে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৯:০১
Bodies of a house wife and a man recovered near train line in hotor

—প্রতীকী চিত্র।

রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বধূ এবং এক যুবকের। মৃতদের নাম সৌরভ সর্দার এবং বৃহস্পতি গায়েন। দু’জনের বয়সই ২২ বছর।

Advertisement

মঙ্গলবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার হটোর স্টেশনের কাছে রেললাইনের উপর দু’জনের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ দু’টি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পরে বারুইপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য দু’জনের দেহ পাঠিয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতির বাপের বাড়ি হটোর এলাকায়। তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। সৌরভের বাড়ি মগরাহাটের বাকিপুরে। সোমবার রাতে সৌরভ হটোরে তার কাকার বাড়িতে গিয়েছিলেন। কাকার বাড়ির কাছেই বৃহস্পতির বাপের বাড়ি হওয়ায় দু’জনের পরিচয় ছিল বলে জানা গিয়েছে। রাতে দু’জনই বাড়ি থেকে বেরিয়ে হটোর স্টেশনের দিকে যান বলে পরিবারের দাবি।

পুলিশের একাংশ প্রাথমিক ভাবে মনে করছেন, যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বৃহস্পতির। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। আত্মহত্যা নাকি দুর্ঘটনা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মৃতার মা টুটু প্রামানিক বলেন, “মেয়ের কী ভাবে এই পরিণতি হল, কিছুই বুঝতে পারছি না। সঠিক তদন্ত চাই।” মৃত যুবকের আত্মীয় দীপু হালদার জানান, “ঘটনাটা বিশ্বাস করতে পারছি না। সব সত্য সামনে আসুক।”

Advertisement
আরও পড়ুন