Bodies of Two Friends Found in Swarupnagar

বাগানে একই গাছে দুই বন্ধুর ঝুলন্ত দেহ! স্বরূপনগরে সরস্বতীপুজো দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি দুই তরুণ

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজা এবং রাকিবুল ভাল বন্ধু ছিলেন। একসঙ্গে ঘোরাফেরা করতেন। শুক্রবার সকালে সরস্বতীপুজো উপলক্ষে দুই বন্ধু বাড়ি থেকে বেরোন সাইকেল নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১২:৪৮

— প্রতীকী চিত্র।

একই গাছ থেকে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার স্বরূপনগরের দত্তপাড়ায়। দুই পরিবারেরই দাবি, ওই দু’জনকে খুন করা হয়েছে। মৃতদের এক জনের নাম রাজা ভদ্র (২২), অন্য জন রাকিবুল মণ্ডল (১৯)।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজা এবং রাকিবুল ভাল বন্ধু ছিলেন। একসঙ্গে ঘোরাফেরা করতেন। শুক্রবার সকালে সরস্বতীপুজো উপলক্ষে দুই বন্ধু বাড়ি থেকে বেরোন সাইকেল নিয়ে। সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। মাঝে পরিবারের লোকজনের সঙ্গে তাঁরা ফোনে কথাও বলেন। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও যখন দু’জন বাড়ি ফেরেননি, তখন চিন্তিত হয় পরিবার। রাজাকে ফোন করে তা বন্ধ পায় পরিবারের লোকজন। রাকিবুলের ফোনে রিং হয়ে গেলেও কেউ ফোন ধরেনি।

শনিবার ভোরে দত্তপাড়া এলাকার একটি আমবাগানে একই গাছে দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকার মানুষজন। তড়িঘড়ি তাঁদের পরিবারের লোকজন এবং স্বরূপনগর থানায় খবর দেওয়া হয়। স্বরূপনগর থানার পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মৃত রাকিবুলের বাবা রবিউল মণ্ডল এবং রাজার বাবা দেবাশিস ভদ্রের দাবি, দুই তরুণকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে স্বরূপনগর থানায় তারা অভিযোগ দায়ের করতে চলেছেন। রবিউলের কথায়, ‘‘ছেলের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। সেই মেয়ের পরিবার আমার ছেলেকে খুন করেছে বলে আমার ধারণা।’’ স্বরূপনগর থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement
আরও পড়ুন