Death

বারুইপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের নির্মাণ শ্রমিকের

রবিবার সকালে অন্যান্য দিনেরমতোই জুম্মাত কাজ করছিলেন সংশোধনাগারের কাছে সেই নির্মাণস্থলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের মাঝে হঠাৎ তিনি একটি দেওয়ালের কাছে যান, যেখানে বিদ্যুতের একটি তার খোলা অবস্থায় ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ২৩:২৩

— প্রতীকী চিত্র।

রবিবার সকালে বারুইপুরে এক নির্মীয়মাণ ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম জুম্মাত শেখ (২৪)। তাঁর বাড়ি মুর্শিদাবাদে। কাজের সূত্রে মাসখানেক আগে তিনি মুর্শিদাবাদ থেকে বারুইপুরে এসেছিলেন। বারুইপুর সংশোধনাগারের পাশে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করতেন তিনি।

Advertisement

রবিবার সকালে অন্যান্য দিনেরমতোই জুম্মাত কাজ করছিলেন সংশোধনাগারের কাছে সেই নির্মাণস্থলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের মাঝে হঠাৎ তিনি একটি দেওয়ালের কাছে যান, যেখানে বিদ্যুতের একটি তার খোলা অবস্থায় ছিল। অসাবধানতাবশত সেই তারে স্পর্শ হতেই মাটিতে লুটিয়ে পড়েন জুম্মাত। বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ও সহকর্মী শ্রমিকেরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যায় বারুইপুর মহকুমা হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বিদ্যুতের তার খোলা অবস্থায় পড়ে থাকাটা নির্মাণ সংস্থার গাফিলতি বলে মনে করছেন অনেকে। ঠিকাদারি সংস্থা কী ভাবে এমন অব্যবস্থা রেখে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিল, তা নিয়েও উঠছে প্রশ্ন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জুম্মাতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঠিকাদারি সংস্থার ভূমিকা নিয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে বারুইপুর থানার পুলিশ। এই দুর্ঘটনা ফের একবার নির্মাণস্থলে শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

Advertisement
আরও পড়ুন