—প্রতিনিধিত্বমূলক ছবি।
একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উজ্জ্বল বেদাজান (৪৬)। প্রতিবেশীরা জানান, আগে উজ্জ্বল ও তাঁর বাবা ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে সরণিতে ওই আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন। বছর তিনেক আগে বাবার মৃত্যুর পর থেকে উজ্জ্বল সেখানে একাই ছিলেন। আগে তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। কিন্তু বাবার মৃত্যুর পরে মানসিক অবসাদে চাকরি ছেড়ে দেন উজ্জ্বল। নিজেকে ঘরবন্দি করে ফেলেন।
দিন তিনেক আগে উজ্জ্বলকে শেষ বার দেখতে পেয়েছিলেন বলে জানিয়েছেন অন্য ফ্ল্যাটের বাসিন্দারা। রবিবার ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোয় উদ্বিগ্ন প্রতিবেশীরা তাঁকে ফোন করলেও পাননি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেকে ঘরবন্দি করে ফেলার পাশাপাশি নিয়মিত নেশা করতেন উজ্জ্বল। ক্রমশ শরীর খারাপ হয়ে যাচ্ছিল। ঠিকমতো খাওয়া-দাওয়াও করতেন না। ব্যারাকপুর কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘‘ওই ব্যক্তির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।’’ পুলিশ ঘরটি সিল করে দিয়েছে। শেষ যে যুবকের সঙ্গে উজ্জ্বলের কথা হয়েছিল, তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উজ্জ্বলের মোবাইল ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে।