Mysterious death

সোনারপুরে পিকনিকে গিয়ে রহস্যজনক মৃত্যু বৃদ্ধের! দেহ রাস্তায় ফেলে পালানোর চেষ্টা সঙ্গীদের, রুখলেন স্থানীয়েরা

মৃত ক্ষুদিরাম টালিগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব দাস জানান, একটি গাড়িতে চেপে কয়েক জন এসে দেহ ফেলে পালানোর চেষ্টা করছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১২:৫৩

— প্রতীকী চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে পিকনিকে গিয়ে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু। সোনারপুর থানার অন্তর্গত ঘাসিয়াড়া এলাকায় ওই ঘটনা হয়েছে। অভিযোগ, ক্ষুদিরাম মণ্ডল নামে ৬০ বছরের বৃদ্ধের মৃত্যু হলে তাঁর দেহ রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করেন সঙ্গীরা। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ এসে বৃদ্ধকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মৃত ক্ষুদিরাম টালিগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব দাস জানান, একটি গাড়িতে চেপে কয়েক জন এসে দেহ ফেলে পালানোর চেষ্টা করছিলেন। আর এক প্রত্যক্ষদর্শী প্রবীর গঙ্গোপাধ্যায় জানান, সকলেই মত্ত অবস্থায় ছিলেন। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তাঁরা ওই লোকজনকে আটকে রেখে সোনারপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অন্তত চার জনকে আটক করেছে। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন