Newborn Abandoned in South 24 Pargana

মৌসুনি দ্বীপে নয়ানজুলিতে মিলল সদ্যোজাতের দেহ! জন্মের পর ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ পুলিশের

বুধবার সকাল ৯টা নাগাদ স্থানীয় বাসিন্দারা গ্রামের রাস্তার পাশে একটি নয়ানজুলির ধারে একটি সদ্যোজাতকে পড়ে থাকতে দেখেন কয়েক জন। মুখে মুখে সেই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায়

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৮:২৪

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নয়ানজুলির ধারে মিলল এক সদ্যোজাতের দেহ। বুধবার সকালে এ নিয়ে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপের কুসুমতলা গ্রামে। পুলিশের সন্দেহ, জন্মের পর শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। ঠিক কী ঘটেছিল, সদ্যোজাতের পিতা-মাতার খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement

যে এলাকায় সদ্যোজাতের দেহ পাওয়া গিয়েছে, সেটি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অধীনে। জানা যাচ্ছে, বুধবার সকাল ৯টা নাগাদ স্থানীয় বাসিন্দারা গ্রামের রাস্তার পাশে একটি নয়ানজুলির ধারে একটি সদ্যোজাতকে পড়ে থাকতে দেখেন কয়েক জন। মুখে মুখে সেই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শিশুটির জন্মের পরেই তাকে ফেলে দেওয়া হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন