sandeshkhali

জেল থেকে ফোন করে হুমকি দিচ্ছেন শাহজাহান! সন্দেশখালিতে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ মণ্ডল পরিবারের

মণ্ডল পরিবারের অভিযোগ, আদালতের নির্দেশও মানছেন না শাহজাহানের অনুগামীরা। তাদের আরও অভিযোগ, ২০২৪ সালে এলাকার এক জনের মোবাইলে ফোন করে পরিবারের সদস্যদের সঙ্গে জেল থেকে কথা বলেন শাহজাহান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬
শেখ শাহজাহান।

শেখ শাহজাহান। — ফাইল চিত্র।

সন্দেশখালির শেখ শাহজাহান জেলে। অভিযোগ, সেখানে বসেই অনুগামীদের নিয়ন্ত্রণ করছেন তিনি। তাঁর কথায় অনুগামীরা হুমকি দিচ্ছেন স্থানীয়দের। এই অভিযোগ তুলেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়া এলাকার মণ্ডল পরিবার। তাদের অভিযোগ, শাহজাহানের কথায় অনুগামী মোসলেম শেখ হুমকি দিচ্ছেন। আগুন জ্বালিয়ে দেওয়ার ভয়ও দেখাচ্ছেন।

Advertisement

সন্দেশখালির সরবেড়িয়া মোড়ে রয়েছে শাহজাহানের তৈরি বাজার। এই বাজার যে জায়গার উপরে তৈরি, তা নিজেদের বলে দাবি করেন মণ্ডল পরিবারের সদস্যেরা। সেই মর্মে মণ্ডল পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দফতরে, এমনকি সিবিআই দফতরে জমি ফেরত চেয়ে আবেদন জানানো হয়। ওই পরিবারের অভিযোগ, আবেদন জানানোর পরেই তাদের কপালে জুটেছিল মারধর এবং প্রাণনাশের হুমকি। ওই পরিবার জানিয়েছে, আদালত তাদের পক্ষেই রায় দেয়। জানায়, বাজারটি যে জায়গায় রয়েছে, সেটি মণ্ডল পরিবারের।

মণ্ডল পরিবারের অভিযোগ, আদালতের নির্দেশও মানছেন না শাহজাহানের অনুগামীরা। তাদের আরও অভিযোগ, ২০২৪ সালে এলাকার এক জনের মোবাইলে ফোন করে পরিবারের সদস্যদের সঙ্গে জেল থেকে কথা বলেন শাহজাহান। হুমকিও দেন। সেই সময়ে ওই পরিবার ঘটনার বিবরণ জানিয়ে আবার সিবিআই দফতরে অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত শুরু করে, যা এখনও চলছে।

স্থানীয় সূত্রে খবর, ২ অগস্ট ওই শাহজাহান মার্কেটে একটি কর্মসূচিকে কেন্দ্র করে মণ্ডল পরিবারের সঙ্গে গন্ডগোল হয়েছিল শাহজাহানের অনুগামী তথা স্থানীয় তৃণমূলের নেতৃত্বের। সেই সময় ন্যাজাট থানায় আবার অভিযোগ করা হয় মণ্ডল পরিবারের পক্ষ থেকে। পরিবারের সদস্য নির্মল মণ্ডলের অভিযোগ, তার পরেই শাহজাহানের অনুগামী মোসলেম ও তাঁর অনুগামীরা তাঁদের ধরে ধরে হুমকি দিচ্ছেন। এমনকি, সরবেরিয়া এলাকায় আগুন জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। নির্মল জানিয়েছেন, যে কোনও সময় তাঁদের উপর আক্রমণ হতে পারে মনে করে তাঁরা আতঙ্কিত। প্রশাসনের থেকে নিরাপত্তা চেয়েছেন তাঁরা।

যদিও অভিযোগ মানেননি মোসলেম। তিনি বলেন, ‘‘আমার সঙ্গে শেখ শাহজাহানের কোনও যোগাযোগ নেই। ইচ্ছাকৃত ভাবে আমার বদনাম করছে। গত দু’বছর আমার সঙ্গে মণ্ডল পরিবারের কোনও সদস্যের সামনাসামনি দেখা হয়নি। আমাদের কালিমালিপ্ত করার জন্য পরিকল্পিত ভাবে এটা রটাচ্ছে।’’ মোসলেমের দাবি, সরবেড়িয়া মোড়ে বেশ কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে। শেখ শাহজাহান মার্কেটেও সিসি ক্যামেরা রয়েছে। প্রয়োজনে সেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার দাবি তুলেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন