— প্রতীকী চিত্র।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তেপুল এলাকার এক বধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২৫ বছরের এক যুবক। অভিযোগ, ওই বধূর স্বামীর অনুপস্থিতিতে তাঁকে একা পেয়ে ধর্ষণ করেন যুবক। বিষয়টি জানাজানি হলে তাঁর স্বামী ও সন্তানকে খুনের হুমকি দেন বলেও অভিযোগ। স্বামী ও গ্রামবাসীদের সহায়তায় স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার বসিরহাট মহকুমা আদালতে হাজির করিয়েছে।।
নির্যাতিতার স্বামীর অভিযোগ, সাত মাস আগে ওই যুবক তাঁর স্ত্রীকে নির্যাতন করেন। সে সময় এলাকার মানুষজন বিষয়টিতে হস্তক্ষেপ করেন। পাশাপাশি, ওই যুবকের বাড়ি থেকে লিখিত দিয়ে জানানো হয় যে, তিনি আর কোনও মহিলাকে উত্ত্যক্ত করবেন না। তার পরে তিনি এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। কিছু দিন পরে আবার গ্রামে ফিরে আসেন। গত ১৬ ডিসেম্বর দুপুরে মহিলাকে ধর্ষণ করেন। সে সময় তিনি বাড়িতে একা ছিলেন।
স্বামী বাড়ি ফিরলে তাঁকে পুরো ঘটনা জানান নির্যাতিতা। তার পরে গ্রেফতার করা হয় যুবককে। বুধবার ওই মহিলার গোপন জবানবন্দি নেওয়ার জন্য তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।