SIR

বসিরহাট-২ ব্লকের বিডিও-কে নিলম্বিত করার নির্দেশ, মুখ্যসচিবের থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট‌ও চাইল কমিশন, শুনানি হবে নতুন করে

কমিশনের হুঁশিয়ারি, ভোটার তালিকার কাজে ভুল বা বেআইনি কিছু হলে ৩ মাস থেকে ২ বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০০:০২

—প্রতীকী চিত্র।

উত্তর ২৪ পরগনার বসিরহাট-২ ব্লকের বিডিও তথা এইআরও (সহকারী নির্বাচনী আধিকারিক) সুমিত্রপ্রতিম প্রধানকে নিলম্বিত (সাসপেন্ড) করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে বেআইনি ভাবে কর্মী নিয়োগ করে বিশেষ নিবিড় সংশোধনের শুনানি করার অভিযোগ উঠেছে। রবিবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়ে ওই আধিকারিককে সাসপেন্ড করতে বলেছে কমিশন। তারা জানিয়েছে, সুমিত্রকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। ভোটার তালিকা সংক্রান্ত সব কাজ থেকে তাঁকে সরিয়ে দিতে হবে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে করতে হবে বিভাগীয় তদন্ত‌ও। মুখ্যসচিবকে নির্দেশগুলি পালনের জন্য সময়ও বেঁধে দিয়েছে কমিশন চিঠিতে কমিশনের সচিব সুজিতকুমার মিশ্র জানান, ওই সব নির্দেশ যাতে কঠোর ভাবে পালন করা হয় তা নিশ্চিত করতে হবে। কী কী পদক্ষেপ করা হয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিঠি পাঠিয়ে তা জানাতে হবে মুখ্যসচিবকে। এমনকি ওই আধিকারিকের নির্দেশ মেনে কর্মীরা যে সব শুনানি করেছেন তা-ও বাতিল করেছে কমিশন। একই সঙ্গে কমিশনের হুঁশিয়ারি, ভোটার তালিকার কাজে ভুল বা বেআইনি কিছু হলে ৩ মাস থেকে ২ বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে।

Advertisement

বর্তমানে বসিরহাট-২ ব্লকের বিডিও সুমিত্রপ্রতিম প্রধান কমিশনের অধীনে এইআরও (সহকারী নির্বাচনী আধিকারিক) হিসাবে কাজ করছেন। অভিযোগ, ওই আধিকারিক ক্ষমতার বাইরে গিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে ১১ জন সরকারি কর্মচারীকে অতিরিক্ত এইআরও হিসাবে নিয়োগ করেন, যা আইন মেনে করা হয়নি এবং নিয়মবিরুদ্ধ। তবুও ওই ১১ জন কর্মীকে ভোটার তালিকা সংশোধনের শুনানি করতে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে, সৌমিত্র নিযুক্ত ১১ জন যে সব শুনানি করে সিদ্ধান্ত নিয়েছেন, সবই অবৈধ। এগুলি সব বাতিল করা হল। ওই সব শুনানি পুনরায় নতুন করে, সঠিক নিয়ম মেনে করতে হবে।

Advertisement
আরও পড়ুন