— প্রতীকী চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত মাধবপুর এলাকায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জনের। ওই দু’জন বাইক চালাচ্ছিলেন। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন আরও দুই আরোহী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম চন্দন বৈদ্য ও সাহারুল মোল্লা। চন্দন মাধবপুরের আটাপাড়া এলাকার বাসিন্দা। সাহারুল দাদপুর এলাকার বাসিন্দা। আহতেরা হলেন রচনা হালদার ও তামিম হোসেন পিয়াদা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার চন্দন এবং রচনা বিয়ের রেজিস্ট্রি করে কেনাকাটা সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। মাধবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাইকের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা চন্দন এবং সাহারুলকে মৃত ঘোষণা করেন।
আহত রচনা এবং তামিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।