Man shot in Bhangar

ভাঙড়ে গুলিবিদ্ধ যুবক, রাস্তার ধারে বাইকে বসে থাকার সময়ে হামলা, ভর্তি কলকাতার হাসপাতালে

জাহিরের বাড়ি চন্দনেশ্বর থানার বনগ্রামে। তিনি ভোজেরহাটের ভাটিপোতাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সোমবার সন্ধ্যায় রাস্তার পাশে বাইকের উপর বসেছিলেন যুবক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ২০:১২
(বাঁ দিকে) এই বাইকের উপর বসে থাকার সময় আক্রান্ত হন যুবক। আহত জাহির পুরকাইত (ডান দিকে)।

(বাঁ দিকে) এই বাইকের উপর বসে থাকার সময় আক্রান্ত হন যুবক। আহত জাহির পুরকাইত (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

ভাঙড়ে সোমবার ভরসন্ধ্যায় গুলি চলল। আহত হলেন জাহির পুরকাইত নামে এক যুবক। রাস্তার ধারে বাইকের উপর বসেছিলেন তিনি। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে গুলি চলেছে, তা নিয়ে ধন্দে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপড়েনের জন্যই এই ঘটনা ঘটেছে ৷

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাহিরের বাড়ি ভাঙড়েরই চন্দনেশ্বর থানার বনগ্রামে। তিনি ভোজেরহাটের ভাটিপোতাতে বাড়ি ভাড়া করে স্ত্রীকে নিয়ে থাকতেন। কাজ করতেন লেদার কমপ্লেক্সে। সোমবার সন্ধ্যায় রাস্তার পাশে বাইকের উপর বসেছিলেন যুবক। সেখানেই গুলিবিদ্ধ হন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাহিরের পেটে গুলি লেগেছে। অভিযুক্তেরা এখনও অধরা। তাঁদের খোঁজ করছে পুলিশ। কেন জাহিরকে লক্ষ্য করে গুলি ছোড়া হল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

শনিবারই ডায়মন্ড হারবারে গুলিবিদ্ধ হয়েছিলেন এক তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নোদাখালি থানার ডোঙারিয়া মনসাতলা এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম কৃষ্ণপদ মণ্ডল। তিনি রায়পুর এলাকার তৃণমূলের যুবনেতা। শনিবার বাইকে করে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে তিন দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবনেতা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। কলকাতার এক হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন।

Advertisement
আরও পড়ুন