Tilted Building in Tangra

তিলজলায় লুকিয়ে ছিলেন ১২ দিন? ট্যাংরার হেলে পড়া বহুতলের প্রোমোটার অবশেষে পুলিশের জালে

গত ২২ জানুয়ারি কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মাণ বহুতল পাশের বহুতলের দিকে হেলে পড়ে। সেই ঘটনায় এ বার গ্রেফতার প্রোমোটার।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৩
Accused builder of Tangra building case arrested from Tiljala

(বাঁ দিকে) ধৃত প্রোমোটার রজত লি এবং ট্যাংরায় হেলে পড়া বহুতলের চিত্র (ডান দিকে)। —ফাইল চিত্র।

কলকাতার ট্যাংরায় ক্রিস্টোফার রোডে বহুতল হেলে পড়ার ঘটনায় এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তিই ওই বহুতলের প্রোমোটার। ঘটনার ১২ দিন পর অভিযুক্ত প্রোমোটারকে ধরল কলকাতা পুলিশ। আগেই তাঁর এফআইআর দায়ের হয়েছিল।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিলজলার নুরানি মসজিদের কাছ থেকে ওই প্রোমোটারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রজত লি। ঘটনার পর থেকেই ‘পলাতক’ ছিলেন অভিযুক্ত প্রোমোটার। তাঁর খোঁজ চলছিল। মঙ্গলবার ভোরে তিলজলা এলাকায় তল্লাশি চালিয়ে রজতকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবারই তাঁকে আদালতে হাজির করানো হবে।

গত ২২ জানুয়ারি কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মাণ বহুতল পাশের বহুতলের দিকে হেলে পড়ে। গত বছরই ঝাঁ-চকচকে বহুতলটির নির্মাণকাজ শুরু করেছিল প্রোমোটিং সংস্থা। সেই প্রোমোটিং সংস্থারই কর্ণধার রজত। অল্প দিনেই পাঁচতলার এই বহুতল আবাসনটি প্রায় তৈরি হয়ে যায়। কিন্তু নির্মাণকাজ চলাকালীনই তা হেলে পড়ায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে।

ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। ওই বহুতল ভাঙার নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত সপ্তাহে ওই বহুতল ভাঙতে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন পুরকর্মীরা। মূলত ওই বাড়ির মহিলারাই বিক্ষোভ দেখান। তাঁদের দাবি ছিল, ‘‘আমাদের বাড়ি ভেঙে দিলে আমরা কোথায় যাব? আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাই প্রাণ থাকতে আমরা এই বাড়ি ছেড়ে যাব না।’’ এই নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘ ক্ষণ কথা কাটাকাটি চলে। যদিও পরে ভাঙার কাজ শুরু করে পুরসভা।

অন্য দিকে, সোমবারই বাঘাযতীনের বহুতলকাণ্ডে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাঘাযতীনের হেলে পড়া বহুতলটি সোজা করার বরাত পাওয়া সংস্থার কর্ণধার অভিষেক নাগারাকে গ্রেফতার হরিয়ানা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এর আগে ওই বহুতলের প্রোমোটারকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন