Anubrata Mondal

মমতার বীরভূম সফরের পর আবার পুরনো নিরাপত্তা ফিরে পেলেন কেষ্ট, পদ পেয়ে আগেই মিলেছে ‘মর্যাদা’

জেলা পুলিশ সূত্রে খবর, পুনরায় অনুব্রতের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেষ্ট-অনুগামীরা বলছেন, আবার মর্যাদা ফিরে পেলেন ‘দাদা’।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৮:০৩
Anubrata Mondal

অনুগামীদের ভিড়ে অনুব্রত মণ্ডল। ছবি: আর্কাইভ থেকে।

ছিলেন বীরভূমের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি। সোমবার তৃণমূলের সর্বময় নেত্রীর সঙ্গে বৈঠকের পর জেলা কোর কমিটির আহ্বায়ক হয়েছেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রীর বীরভূম সফর শেষে আগের নিরাপত্তাও ফিরে পেলেন মমতার স্নেহধন্য কেষ্ট। জেলা পুলিশ সূত্রে খবর, পুনরায় অনুব্রতের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেষ্ট-অনুগামীরা বলছেন, আবার মর্যাদা ফিরে পেলেন ‘দাদা’।

Advertisement

বুধবার বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, অনুব্রত আবার ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ পর্যায়ের নিরাপত্তা পেয়েছেন। অর্থাৎ, আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী থেকে বাড়ির নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ল কেষ্টর। উল্লেখ্য, কেষ্টর নিরাপত্তার বহর কমে ভাইরাল অডিয়ো কাণ্ডের পর। অভিযোগ ওঠে, বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে গালিগালাজ করেছেন তিনি। একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে যায় (অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। প্রথমে কেষ্ট এবং তাঁর অনুগামীরা অভিযোগ নস্যাৎ করে দেন। অনুগামীরা জানান, এআই দিয়ে কেষ্টর কণ্ঠস্বর তৈরি করে ফাঁসানোর চেষ্টা করেছেন বিরোধীরা। যদিও পুলিশের তরফে এফআইআর দায়ের হয় তৃণমূল নেতার বিরুদ্ধে। তার আগেই কমানো হয় তাঁর নিরাপত্তা। জানা যাচ্ছে, মঙ্গলবার রাত থেকে আবার ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে অনুব্রতকে। প্রশাসনিক স্তরে পুনর্মূল্যায়নের পরেই এই সিদ্ধান্ত।

তবে স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের মত, মুখ্যমন্ত্রীর সফরের পরে এই সিদ্ধান্ত নিছক কাকতালীয় নয়। এর পিছনে রাজনৈতিক বার্তা থাকতে পারে। বস্তুত, গরুপাচার মামলায় অনুব্রত জেলবন্দি হওয়ার পর ২০২২ সালে জেলা সংগঠনের কাজকর্মের দেখভাল এবং পরিচালনার জন্য কোর কমিটি তৈরি করে দেন তৃণমূলের সর্বময়নেত্রী মমতা। জামিনমুক্ত অনুব্রত জেলায় ফেরার পরেও সেই কোর কমিটিই কাজ চালাচ্ছিল। পরে সেই কমিটিতে অনুব্রতকে জায়গা দেওয়া হলেও আর আগের মতো মেজাজে দেখা যায়নি তৃণমূল নেতাকে। তার পর জেলা সভাপতির পদ তুলে দেওয়ায় জল্পনা তৈরি হয়, পরোক্ষে কেষ্টর ডানাছাঁটা হল। তবে গত সোমবার বীরভূমের প্রশাসনিক বৈঠকের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশেই দেখা যায় কেষ্টকে। তার অব্যবহিত পর বৈঠকশেষে জানা যায়, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক হচ্ছেন প্রাক্তন সভাপতি অনুব্রত। বিধানসভা ভোটের আগে ওই ‘গুরুদায়িত্ব’ পাওয়া ‘তাৎপর্যপূর্ণ’। তার পর এই নিরাপত্তা বাড়ানোর পর ওজনদার নেতা কেষ্টর ওজন খানিক বাড়ল বলেই মনে করছেন অনুগামীরা।

Advertisement
আরও পড়ুন