New Acting DG of West Bengal Police

রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম, রাজীবের মেয়াদের মধ‍্যেই সিদ্ধান্ত মমতার

শুধু ডিজি বা কলকাতার সিপি বদল নয়, শুক্রবার নবান্ন বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশকর্তার বদলির কথা জানিয়েছে। সেই তালিকায় যেমন বিভিন্ন কমিশনারেটের সিপি-রা আছেন, তেমনই রয়েছেন ডিজি (অগ্নি) এবং ডিজি (হোমগার্ড)।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ২০:৫৫
(বাঁ দিক থেকে) পীযূষ পাণ্ডে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রতিম সরকার।

(বাঁ দিক থেকে) পীযূষ পাণ্ডে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রতিম সরকার। —ফাইল চিত্র।

রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযুষ পাণ্ডে। বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের মেয়াদ শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার। তিনি এত দিন এডিজি (দক্ষিণবঙ্গ) ছিলেন।

Advertisement

শুধু ডিজি বা কলকাতার সিপি বদল নয়, শুক্রবার নবান্ন বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশকর্তার বদলির কথা জানিয়েছে। সেই তালিকায় যেমন বিভিন্ন কমিশনারেটের সিপি-রা আছেন, তেমনই রয়েছেন ডিজি (অগ্নি) এবং ডিজি (হোমগার্ড)। রয়েছেন একাধিক এডিজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি-ও।

কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরিয়ে মনোজ বর্মাকে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতার নিরাপত্তার দায়িত্ব (ডিরেক্টর, সিকিউরিটি)। এডিজি (এসটিএফ) হলেন জাভেদ শামিম। তিনি ছিলেন এডিজি (আইনশৃঙ্খলা) পদে। তাঁর জায়গায় আনা হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলকে। বিনীত ছিলেন এডিজি (এসটিএফ)। আরজি কর কাণ্ডের পর বিনীতকে ওই পদে নিয়ে আসা হয়।

গত কয়েক দিন ধরে রাজ্য পুলিশের ডিজি পদ ঘিরে টানাপড়েন চলছে। এখন রাজ্য পুলিশে কোনও স্থায়ী ডিজি নেই। ভারপ্রাপ্ত বা অস্থায়ী ডিজি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন রাজীব। আগামী ৩১ জানুয়ারি তিনি অবসর নিচ্ছেন। সে দিক মাথায় রেখে নবান্ন স্থায়ী ডিজি পদে নিয়োগের জন্য নামের তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। শুক্রবার নবান্ন বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য পুলিশের এই রদবদলের।

পীযূষ ১৯৯৩ ব্যাচের পশ্চিমবঙ্গের আইপিএস ক্যাডার। রাজ্য পুলিশের একাধিক দায়িত্ব সামলেছেন। ডিরেক্টর, সিকিউরিটি থেকে এডিজি (ট্রাফিক), এডিজি (কারা)-র মতো দায়িত্ব সামলেছেন তিনি। অন্য দিকে, অনুজ শর্মাকে করা হয়েছে ডিজি (অগ্নি), সিদ্ধনাথ গুপ্তকে করা হয়েছে ডিজি (কারা)। ডিজি (হোমগার্ড) করা হয়েছে নটরাজন রমেশবাবুকে।হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে ব্যারাকপুরের কমিশনার করা হয়েছে। তাঁর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আকাশ মেঘেরিয়াকে। অন্য দিকে, ব্যারাকপুরের সিপি মুরলীধরকে নিয়ে আসা হয়েছে বিধাননগরে।

বিধানগরের সিপি মুকেশকে মুর্শিদাবাদ-জঙ্গিপুর রেঞ্জের আইজি করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাভালগিকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান রেঞ্জের আইজি করে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে, সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাওকে। অলোক রাজোরিয়াকে ডিআইডি (ট্রাফিক) থেকে নিয়ে যাওয়া হয়েছে বারাসতের ডিআইজি করে। বারাসতের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়কে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন