Bangladeshi Citizen arrested

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে বর্ধমানে বসবাস, ভারতীয় নথি জাল করার অপরাধে গ্রেফতার যুবক, পলাতক তাঁর স্ত্রী

বাংলাদেশ থেকে অবৈধ ভাবে প্রবেশ করে আসানসোলের সালানপুর এলাকায় স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বসবাস করতেন ছোটন এবং ময়না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০২:৪৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে জাল ভারতীয় নথি তৈরি করার অপরাধে গ্রেফতার এক ব্যক্তি। পলাতক আরও এক মহিলা। পুলিশের গোয়েন্দা দফতর, আসানসোল শিল্পাঞ্চল থেকে গ্রেফতার করে ছোটন সেন নামে এক অবৈধবাসীকে। তার স্ত্রী ময়না সেনের সন্ধান করছে পুলিশ।

Advertisement

সূত্রের খবর, বাংলাদেশ থেকে অবৈধ ভাবে প্রবেশ করে আসানসোলের সালানপুর এলাকায় স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বসবাস করতেন ছোটন এবং ময়না। নিজের কাকা এবং কাকিমার গুরুত্বপূর্ণ নথি চুরি করে তাঁদেরকেই ময়নার মা-বাবা পরিচয়ে আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড তৈরি করেন ছোটন। এই ভাবেই বহু বছর ধরে ওই এলাকায় বসবাস করছিলেন তাঁরা।সমস্যা দেখা দেয় পাসপোর্ট বানাতে দেওয়ার সময়। আবেদন করতেই গোয়েন্দা দফতরের নজরে আসে বিষয়টি। গোয়েন্দারা জানতে পারেন চোরাপথে সীমান্ত পেরিয়ে আসানসোল শিল্পাঞ্চলের একটি নিষিদ্ধপল্লিতে এসে পৌঁছোন তাঁরা এবং সেখান থেকেই ভুয়ো পরিচয় তৈরির প্রক্রিয়া শুরু হয়। এরপরেই গা ঢাকা দেন ওই দু'জন।

পুলিশ জানিয়েছে, প্রায় দু'মাস ধরে তল্লাশি চালানোর পর শুক্রবার সালানপুর এলাকা থেকে ছোটনকে গ্রেফতার করেন তাঁরা। রবিবার তাঁকে আদলতে পেশ করা হলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement
আরও পড়ুন