Couple Commits Suicide Together

সম্পর্কে টানাপড়েন, একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন যুগল! চাঞ্চল্য পশ্চিম বর্ধমানে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম লক্ষ্মী বাউরী (২০) এবং সুমন বাউরী (২১)। রবিবার বিকেলে অন্ডালের দক্ষিণখণ্ড গ্রামের জরুলী বাউরী পাড়া এলাকার একটি নির্মীয়মান বাড়ি থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২২:৩৪
একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন যুগল।

একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন যুগল। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন যুগল। পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে ঘটনাটি ঘটেছে। রবিবার বিকেলে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে ওই যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পরেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম লক্ষ্মী বাউরি (২০) এবং সুমন বাউরি (২১)। রবিবার বিকেলে অন্ডালের দক্ষিণখণ্ড গ্রামের জরুলী বাউরি পাড়া এলাকার একটি নির্মীয়মাণ বাড়ি থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার হয়। একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন তাঁরা। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। যুগলের মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুমন এবং লক্ষ্মী একই পাড়ার বাসিন্দা ছিলেন। সুমন অবিবাহিত হলেও লক্ষ্মী ছিলেন বিবাহিতা। স্থানীয়েরাই জানাচ্ছেন, দু’জনের মধ্যে সম্প্রতি বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপড়েনের কারণেই আত্মঘাতী হয়েছেন ওই যুগল।

তবে রবিবার বিকেলে জোড়া আত্মহত্যার ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান অনন্ত ঘোষ বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। তবে সম্পর্কের টানাপড়েনের কারণে এই ঘটনা ঘটেছে, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, সে সব পুলিশি তদন্তের পরেই জানা যাবে।’’

Advertisement
আরও পড়ুন