Fire Incident At Asansol

বাড়িতে আগুন! পুড়ে মৃত্যু বাবা-মা এবং ছেলের, আশঙ্কাজনক পুত্রবধূ, শর্টসার্কিটে অঘটন আসানসোল

পুলিশ সূত্রে খবর, জনৈক বাবলু সিংহ এবং তাঁর বৃদ্ধ বাবা-মা আগুনে পুড়ে মারা গিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছে বাবলুর স্ত্রীর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১০:৪৯

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাড়িতে অগ্নিকাণ্ডে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। গুরুতর জখম হয়েছেন একজন। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দক্ষিণ আসানসোল থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, জনৈক বাবলু সিংহ এবং তাঁর বৃদ্ধ বাবা-মা আগুনে পুড়ে মারা গিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছে বাবলুর স্ত্রীর।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে আসানসোল দক্ষিণ থানার ফতেপুর বৈশালী পার্কে একটি বাড়িতে আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যে পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। বাড়ির সদস্যেরা ঘুমিয়ে ছিলেন। ওই অবস্থায় দুই বৃদ্ধ-বৃদ্ধা অগ্নিদগ্ধ হন। আগুনে পুড়ে যান তাঁদের পুত্রও।

স্থানীয়েরা আগুন নেবানোর চেষ্টা করেও পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল এবং পুলিশ। বেশ কিছু ক্ষণের চেষ্টায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। তবে বাড়িতে থাকা চার জন অগ্নিদগ্ধ হন। পুলিশ তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। একজন আহত অবস্থায় চিকিৎসাধীন। দমকলবাহিনীর অনুমান, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। এমন একটি ঘটনায় স্বাভাবিক ভাবে শোকের আবহ এলাকায়।

Advertisement
আরও পড়ুন