Deucha Pachami

ডেউচা নিয়ে ফের প্রশ্ন, সরব সিটু

৪৭টি চা-বাগানে মজুরি বন্ধ, চট-শিল্পে নিয়ম অনুযায়ী বোনাস না-মেলা, কেন্দ্রের শ্রম-বিধির বিরোধিতা, গিগ কর্মীদের সমস্যা সংক্রান্ত নানা বিষয়ে সরব হয়েছে সিটু নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৬:৪০

—প্রতীকী চিত্র।

আসন্ন বিধানসভা ভোটের আগে ডেউচা পাঁচামিতে প্রস্তাবিত কয়লাখনি এবং রাজ্যের শ্রম-ক্ষেত্রের হাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। সংগঠনের কর্মসমিতির শনি ও রবিবার, দু’দিন ধরে বৈঠকের পরে এ দিন রাজ্য সম্পাদক জিয়াউল আলম বলেছেন, “মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এশিয়ার সব থেকে বড় কয়লা খনি হতে চলেছে ডেউচা পাঁচামিতে। কিন্তু এখনও সেখান থেকে এক খণ্ড কয়লাও দেখা গেল না। ব্যাসল্ট তুলে পরিবেশ ও জনজীবনে সমস্যা তৈরি করে লুটের চেষ্টা চলছে।” এর সঙ্গেই ৪৭টি চা-বাগানে মজুরি বন্ধ, চট-শিল্পে নিয়ম অনুযায়ী বোনাস না-মেলা, কেন্দ্রের শ্রম-বিধির বিরোধিতা, গিগ কর্মীদের সমস্যা সংক্রান্ত নানা বিষয়ে সরব হয়েছে সিটু নেতৃত্ব। পাশাপাশি, পশ্চিমবঙ্গে মন্দির-মসজিদকে কেন্দ্র করে রাজনীতির যে চড়া স্বর শোনা যাচ্ছে, তারও বিরোধিতা করেছেন নেতৃত্ব। জিয়াউলের বক্তব্য, “ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে (এসআইআর) কেন্দ্র করে শ্রমজীবী মানুষ সমস্যায় রয়েছেন। আর এই পরিস্থিতিতে বিজেপি ও তৃণমূলের জনপ্রতিনিধিরা ধর্মকে রাজপথে টেনে নামাচ্ছেন।”

আরও পড়ুন