Congress

সংখ্যালঘু সংগঠনে জোর কংগ্রেসের

বৃহত্তর প্রেক্ষিতে লোকসভা ভোটের সময়ে ‘ইন্ডিয়া’ জোট তৈরি হলেও, সেখানে থাকা বিভিন্ন দল রাজ্যে রাজ্যে আলাদা লড়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ০৮:৫৫
কংগ্রেসের সংখ্যালঘু শাখার ‘সংগঠন সমীক্ষা বৈঠক’। কলকাতায়।

কংগ্রেসের সংখ্যালঘু শাখার ‘সংগঠন সমীক্ষা বৈঠক’। কলকাতায়। নিজস্ব চিত্র।

রাজ্যে কংগ্রেস বা বামকে ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্ত করা, এমন প্রচার সাম্প্রতিক অতীতে বার বার শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মুখে। এই আবহেই বিজেপি-তৃণমূল ‘আঁতাঁতে’র অতীত ইতিহাস মনে করিয়ে দিয়ে বাংলায় এসে সংগঠনে জোর দেওয়ার বার্তা দিলেন রাজ্যসভার সাংসদ তথা এআইসিসি-র সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান ইমরান প্রতাপগড়ী।

বিধান ভবনে বৃহস্পতিবার কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের ‘সংগঠন সমীক্ষা বৈঠকে’ ইমরান ছাড়াও ছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা বাংলায় কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাংসদ ঈশা খান চৌধুরী, দলের নেতা প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ সংখ্যালঘু শাখার চেয়ারম্যান শামিম আখতার প্রমুখ। বৈঠক শেষে ইমরান বলেছেন, “বিজেপির সঙ্গে আগে সরকার চালিয়েছে তৃণমূল। বৃহত্তর প্রেক্ষিতে লোকসভা ভোটের সময়ে ‘ইন্ডিয়া’ জোট তৈরি হলেও, সেখানে থাকা বিভিন্ন দল রাজ্যে রাজ্যে আলাদা লড়েছে। রাজ্যের ভোটের প্রসঙ্গ আলাদা।” একই সঙ্গে তাঁর সংযোজন, ‘‘আমরা উত্তরপ্রদেশকে দুর্বৃত্তদের খপ্পর থেকে বাঁচাতে পারিনি। আপনারা দুর্বৃত্তদের থেকে বাংলাকে বাঁচান।’’ সংখ্যালঘু-সহ সার্বিক ভাবে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন মীর।

আরও পড়ুন