Congress protest on MNREGA

একশো দিন: রাজ্যে প্রতিবাদে কংগ্রেস

গঙ্গাসাগর মেলা পরিদর্শন ও কংগ্রেস সেবাদলের সহায়তা শিবিরের উদ্বোধনের পরে রবিবার সেখানেই একশো দিনের প্রকল্প নিয়ে আন্দোলনে শামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৮:৫৬
গঙ্গাসাগরে প্রতিবাদ-ধর্নায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

গঙ্গাসাগরে প্রতিবাদ-ধর্নায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। — নিজস্ব চিত্র।

একশো দিনের প্রকল্পে কেন্দ্রের নীতির বিরুদ্ধে এআইসিসি ১১ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশ জুড়ে যে ‘মনরেগা বাঁচাও অভিযানে’র ডাক দিয়েছে, তারই অংশ হিসাবে রাজ্যের নানা প্রান্তে ‘অনশন-অবস্থান সত্যাগ্রহ’ করলেন প্রদেশ কংগ্রেসের নেতা-কর্মীরা।

মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন থেকে মোহনদাস কর্মচন্দ গান্ধীর নাম মুছে ‘বিকশিত ভারত গ্রামীণ রোজগার ও অজীবিকা মিশন গ্যারান্টি’ (ভিবি-জি রাম-জি) আইন এনেছে কেন্দ্র। গঙ্গাসাগর মেলা পরিদর্শন ও কংগ্রেস সেবাদলের সহায়তা শিবিরের উদ্বোধনের পরে রবিবার সেখানেই একশো দিনের প্রকল্প নিয়ে আন্দোলনে শামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দলের মধ্য ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার ডাকে যথাক্রমে প্রদেশ কংগ্রেসের রাজ্য দফতর বিধান ভবন, বিড়লা তারামণ্ডলের কাছে ইন্দিরা গান্ধীর মূর্তির কাছে ধর্না হয়েছে। আন্দোলনে নেমেছে উত্তর কলকাতা জেলা কংগ্রেসও। পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান-সহ রাজ্যের নানা প্রান্তে একই ধরনের কর্মসূচি হয়েছে। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি মানস সরকার বলেছেন, “ভগবান রামের নাম বদনাম করতে এবং গান্ধীকে অপমান করতে প্রকল্প ও আইনে বদল এনেছে কেন্দ্র। এর ফলে ভারতের গ্রামীণ অর্থনীতি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

একই সুরে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদেরও বক্তব্য, “দেশে ২০ কোটি মানুষের কাজের অধিকারের স্বীকৃতি কেড়ে নিয়েছে কেন্দ্র।” এর সঙ্গেই রাজ্যে ‘কর্মশ্রী’ প্রকল্প থাকলেও, বাজেটে সে জন্য অর্থ বরাদ্দ হয়নি বলে দাবি করে তৃণমূল কংগ্রেস সরকারকেও নিশানা করেছেন কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন