CPIM Votadhikar Yatra

‘ভোটাধিকার যাত্রা’ থেকে মোদীকে তোপ

লিবারেশনের জেলা সম্পাদক জয়তু দেশমুখের দাবি, “মতুয়াদের ভোটাধিকার নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৮:৫০
সিপিআই (এম-এল) লিবারেশনের ডাকে ‘ভোটাধিকার যাত্রা’। নদিয়ায়।

সিপিআই (এম-এল) লিবারেশনের ডাকে ‘ভোটাধিকার যাত্রা’। নদিয়ায়। নিজস্ব চিত্র ।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন মতুয়া ও উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নকে সামনে রেখে ‘ভোটাধিকার যাত্রা’ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির ভূমিকা নিয়ে ফের তীব্র নিশানা করল সিপিআই (এম-এল) লিবারেশন। মোদীর পশ্চিমবঙ্গ সফরের দিন শনিবার মতুয়া-অধ্যুষিত উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর থেকে এই যাত্রা শুরু হয়েছিল। নদিয়ার ধুবুলিয়ায় রবিবার তা শেষ হয়েছে। লিবারেশনের জেলা সম্পাদক জয়তু দেশমুখের দাবি, “মতুয়াদের ভোটাধিকার নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি। পদযাত্রা চলাকালীন আমরা দেখি যে, মতুয়া সমাজ এই নিয়ে প্রবল ক্ষুব্ধ। প্রধানমন্ত্রী সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের কথা বলেছেন। কিন্তু ভোটাধিকার হারালে আধার, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কাজ করবে না, তা বলছেন মতুয়ারা।” পদযাত্রা থেকে লিবারেশন নেতৃত্ব মতুয়া সমাজের উদ্দেশে আহ্বান জানান, সিএএ-র ‘ফাঁদে’ পা দেওয়া যাবে না। কারণ, সে ক্ষেত্রে তাঁদের বলতে হবে যে, তাঁরা এই দেশের নাগরিক নন। যদিও ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা ইতিমধ্যেই সিএএ-র ‘গুরুত্বে’র কথা বলে মতুয়াদের কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বলে ধারাবাহিক ভাবে আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন