ঠাকুরনগর থেকে শুরু সিপিআই ( এম এল) লিবারেশনের ' ভোটাধিকার যাত্রা '। —নিজস্ব চিত্র।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন মতুয়া ও উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে ‘সংশয়ে’র আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে ছিল সংশ্লিষ্ট নানা মহল। আর এই সূত্রেই মোদীর বিরুদ্ধে ‘মিথ্যাচারে’র অভিযোগে সরব হল সিপিআই (এম-এল) লিবারেশন। পাশাপাশি, মতুয়া-অধ্যুষিত উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর থেকে নদিয়ার ধুবুলিয়া পর্যন্ত শনিবার থেকে দু’দিনের ‘ভোটাধিকার যাত্রা’ও শুরু করেছে তারা। গাইঘাটা থেকে শুরু হয়ে এ দিন পদযাত্রা পৌঁছেছে বনগাঁয়। যোগ দিয়েছেন দলের জেলা নেতৃত্ব, জানিয়েছেন উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক সুব্রত সেনগুপ্ত। বনগাঁয় আয়োজিত সভা থেকে দলের পলিটব্যুরো সদস্য কার্তিক পাল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা-ভাষণ ও বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছেন। লিবারেশনের প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারীর কথা বলেছেন। উনি কি মতুয়াদেরকেই অনুপ্রবেশকারী বলে গেলেন? এসআইআর সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে অনুপ্রবেশকারী বিষয়টা ভিত্তিহীন।’