Kolkata International Airport

কলকাতা বিমানবন্দরে আগুন! ঝালাইয়ের কাজ চলাকালীন দুর্ঘটনা, তবে কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে

কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। বুধবার সকালে সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৪
কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড। বুধবার।

কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড। বুধবার। ছবি: সংগৃহীত।

কলকাতা বিমানবন্দরে আগুন। ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় বলে খবর। বেশ কিছুটা অংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকে। তবে দমকলের ইঞ্জিন আসার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন বিমানবন্দরের কর্মীরা।

Advertisement

কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। বুধবার সকালে সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে ফ্লেক্স। সেখান থেকে আশপাশের জিনিসপত্রেও আগুন ছড়িয়ে পড়ে। বিমানবন্দর সূত্রে খবর, আবর্জনা ফেলার জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল। তবে এতে বিমানের ওঠানামায় সমস্যা হয়নি। সূত্রের খবর, বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় আগুন ধরে গিয়েছিল। কিছু ক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দমকলকে খবর দিয়েছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই মতো দমকলের একটি ইঞ্জিন পাঠানো হয়েছিল কলকাতা বিমানবন্দরে। কিন্তু তা কাজে লাগেনি। বিমানবন্দরের কর্মীদের তৎপরতায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে খবর।

উল্লেখ্য, বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ ৫,০০০ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন এই সম্মেলনে। ইতিমধ্যে তাঁরা কলকাতায় আসতে শুরু করেছেন। অতিথি আগমনের মাঝে বিমানবন্দরে এই অগ্নিকাণ্ড বাড়তি উদ্বেগের কারণ হয়ে পড়েছিল। তবে আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

Advertisement
আরও পড়ুন