AC Local Train

অপেক্ষার অবসান! প্রথম এসি ট্রেন এসে পৌঁছোল পশ্চিমবঙ্গে, শীঘ্রই চালু হবে শিয়ালদহ বিভাগে

এসি ট্রেনের সব কামরাই পূর্ণ বাতানুকূল। ১২ কামরার এই লোকাল তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। প্রতিটি কামরায় চারটি স্বয়ংক্রিয় দরজা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:২৭
First AC EMU local train arrives at Ranaghat

নতুন এসি রেক, বুধবার রানাঘাটে। ছবি: সংগৃহীত।

প্রথম এসি লোকাল ট্রেনের রেক এসে পৌঁছোল পশ্চিমবঙ্গে! আরও একটি রেক আসার কথা। বুধবার দুপুরে রানাঘাটে আসে ওই রেকটি। আপাতত তা সেখানেই থাকবে। শিয়ালদহ বিভাগে এসি লোকাল ট্রেন চালু হতে আরও কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে পূর্ব রেল।

Advertisement

দেশের মধ্যে প্রথম মুম্বইয়ে এসি লোকাল চালু হয়েছিল। পরে চেন্নাইয়ে। বছর দুয়েক আগে শহরতলির শাখাগুলিতে এসি লোকাল ট্রেন চালানোর প্রশ্নে আগ্রহের কথা জানিয়েছিল শিয়ালদহ ডিভিশন। তবে নানা কারণে তা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে দিন কয়েক আগেই পূর্ব রেলের তরফে জানানো হয়েছিল, শীঘ্রই শিয়ালদহ ডিভিশনে চালু হবে এসি লোকাল। তবে কবে থেকে ট্রেন চালু হবে, কোন কোন রুটে চলবে, ভাড়াই বা কত হবে, তা এখনও নির্ধারিত করা হয়নি। রেলের তরফে জানানো হয়েছে, সব কিছু বিষয় বিবেচনা করেই তার পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসি ট্রেনের সব কামরাই পূর্ণ বাতানুকূল। ১২ কামরার এই লোকাল তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। প্রতিটি কামরায় চারটি স্বয়ংক্রিয় দরজা রয়েছে। এ ছাড়াও জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকছে। ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিসর রয়েছে। পাশাপাশি মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক থাকছে।

Advertisement
আরও পড়ুন