Drowning Death

বন্ধুদের সঙ্গে সাঁতরে পার হওয়ার বাজি, হাওড়ায় মাঝঝিলে ডুবে মারা গেল ১৭ বছরের তরুণ! আটক এক

মৃতের বাড়ি হাওড়ার বাঁকড়া মণ্ডলপাড়া এলাকায়। নাম মহম্মদ সুফিয়ান। পরিবার সূত্রে খবর, রবিবার সকালে বন্ধুরা বাড়ি গিয়ে তাকে ডেকে নিয়ে গিয়েছিল ঝিলে সাঁতার কাটবে বলে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৭:৪৮
Drowning

—প্রতীকী চিত্র।

বন্ধুদের সঙ্গে বাজি ধরে মর্মান্তিক পরিণতি ১৭ বছরের এক তরুণের। সাঁতারে পার হতে গিয়ে মাঝঝিলে ডুবে মৃত্যু হল তার। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরী ইএসআই সংলগ্ন বড় ঝিলে। ডুবরি নামিয়ে তল্লাশির পরে ছেলেটির দেহ উদ্ধার করা গিয়েছে। ওই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

মৃতের বাড়ি হাওড়ার বাঁকড়া মণ্ডলপাড়া এলাকায়। নাম মহম্মদ সুফিয়ান। পরিবার সূত্রে খবর, রবিবার সকালে বন্ধুরা বাড়ি গিয়ে তাকে ডেকে নিয়ে গিয়েছিল ঝিলে সাঁতার কাটবে বলে। সুফিয়ানের এক আত্মীয়ের কথায়, ‘‘এক জন বলছিল, আজ ঝিল পেরোনোর জন্য বাজি ধরা হবে।’’ পুলিশ মনে করছে, সাঁতার কেটে বিশাল ঝিল পেরোতে গিয়ে এই দুর্ঘটনা। তরুণের ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়েছিল ঘটনাস্থল। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত, প্রায় তিন ঘণ্টা তল্লাশির পর উদ্ধার হয় তরুণের দেহ। তাকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা জানাচ্ছেন, সাঁতার জানলেও মনে করা হচ্ছে, সাঁতারে রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় মৃতের এক বন্ধুকে আটক করে বাঁকড়া ফাঁড়ির পুলিশ।

ওই ছেলেটি জানিয়েছে, এক বার সাঁতরে ঝিল পার করার পরে আবার ও পারে যাবার জন্য জলে নেমেছিল তারা। ঝিলের মাঝখানে গিয়ে হাঁপিয়ে যায় সুফিয়ান। বন্ধুকে ডুবতে দেখে তার দিকে সাঁতরে এগোচ্ছিল সে। ধরে অনেকটা এগিয়ে গিয়েও তুলতে পারেনি বন্ধুকে। সে-ও হাঁপিয়ে গিয়েছিল। নিজে কোনও রকমে সাঁতরে পারে চলে যায়।

পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা যাবে। তবে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি থানায়। স্বতঃপ্রণোদিত ভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন