Jeans factory Explosion

হাওড়ার কাপড় রঙের কারখানায় যন্ত্র বিস্ফোরণে মৃত এক কর্মী

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় শিমুল-সহ আরও দু’জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ০১:৩০
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

কাপড় রং করার কারখানার যন্ত্র বিস্ফোরণ হয়ে মৃত্যু এক কর্মীর। আহত এক জন। বুধবার সন্ধ্যায় হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ধর্মতলা রোডের একটি কাপড় রং করার কারখানায় এই দুর্ঘটনা ঘটে। মৃত শিমুল বিশ্বাস (৩৫)-এর বাড়ি নদিয়ার রানাঘাটে। আহত একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় শিমুল-সহ আরও দু’জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন। তখনই কারখানার একটি জিনস শুকানোর যন্ত্রে বিস্ফোরণ ঘটে। সেই শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছোয় মালিপাঁচঘড়া থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর এবং দমকলকর্মীরা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান যে শর্টসার্কিটের কারণে এই দুঘর্টনা ঘটে থাকতে পারে। তদন্তে নেমেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। সিল করে দেওয়া হয়েছে সেই কারখানা।

Advertisement
আরও পড়ুন