ছবি: এআই সহায়তায় প্রণীত।
গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা ডাকা হয়েছিল। সভা শেষ হতে সেই মঞ্চে হিন্দি গান বাজিয়ে উদ্দাম নাচের অভিযোগ উঠল। পঞ্চায়েত সদস্য, প্রাক্তন পঞ্চায়েত প্রধান-সহ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ ‘কোমর দোলানো’র। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
রবিবার হাওড়ার নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রামসভার আয়োজন করা হয়। মঞ্চে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। গ্রামসভার পরে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছিল। ওই মঞ্চেই গায়িকা গাইলেন ‘পিয়া তু অব তো আজা।’ হিন্দি গানের তালে চলল উদ্দাম নৃত্যও। চিত্তরঞ্জন বিদ্যালয়ের সামনে আয়োজিত ওই অনুষ্ঠানের মুহূর্ত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যায়, প্রাক্তন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বর্তমান পঞ্চায়েতের এক সদস্য-সহ বেশ কয়েকজনকে নাচতে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
তৃণমূলের পক্ষ থেকেও গ্রামসভার বার্ষিক সভায় ‘চটুল’ নাচ-গানের বিষয়টিকে ভাল চোখে দেখা হচ্ছে না। এই প্রসঙ্গে, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ডোমজুড় ব্লক সভাপতি তাপস মাইতি বলেন, ‘‘এই ধরনের ঘটনা কাম্য নয়।সরকারি অনুষ্ঠানে এমন ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’’ বিজেপি নেতা রামকৃষ্ণ সেনেটি ঘটনার নিন্দা করে বলেন, ‘‘তৃণমূল আসার পর থেকেই রাজ্যে অপসংস্কৃতি শুরু হয়েছে।’’