শ্রীরামপুর সংশোধনাগার। — ফাইল চিত্র।
শ্রীরামপুর সংশোধানাগার থেকে পলাতক বন্দি। রবিবার সকাল থেকেই ওই বন্দি নিখোঁজের ঘটনায় শোরগোল শুরু হয়। ঘটনাটি নজরে আসতেই সংশোধনাগার কর্তৃপক্ষকে থানায় লিখিত অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
জানা গিয়েছে, নিখোঁজ বন্দির নাম রাজেশ হাটি। পকসো মামলায় গ্রেফতার হয়েছিলেন। গত বছর জুন মাস থেকে শ্রীরামপুর সংশোধনাগারে বিচারাধীন বন্দি ছিলেন তিনি। তবে রবিবার সকাল থেকে রাজেশের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিজের সেলে নেই। কী ভাবে জেল থেকে বন্দি ‘উধাও’ হয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
শ্রীরামপুরের মহকুমাশাসক (এসডিও) শম্ভুদীপ সরকার জানান, বিষয়টি জানার পর শ্রীরামপুর সংশোধনাগার কর্তৃপক্ষকে থানায় এফআইআর করতে নির্দেশ দেওয়া হয়েছে। কী ভাবে ওই বন্দি নিখোঁজ হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, রাতের অন্ধকারে কি জেল থেকে পালিয়ে গেলেন রাজেশ? সংশোধনাগারের ভিতরের এবং বাইরের সিসি ক্যামেরা ফুটেজ পুলিশকে দেওয়া হবে বলে জেল কর্তৃপক্ষ সূত্রে খবর।