Fake SIM

সিম জালিয়াতির ঘটনায় কলকাতা থেকে ধৃত আরও দুই, উদ্ধার ১২৭৪টি সিম, তিনটি স্ক্যানার

পুলিশ জানিয়েছে, ধৃত শুভেন্দু সিম সংযোগের কাজ করতেন। তার পর গ্রাহকদের নথি হাতিয়ে অথবা ভুয়ো নথি দিয়ে মোবাইলের সিম সংযোগের কাজ করতেন বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১০:১৯
উদ্ধার হওয়া সিম, নগদ টাকা এবং মোবাইল। নিজস্ব চিত্র।

উদ্ধার হওয়া সিম, নগদ টাকা এবং মোবাইল। নিজস্ব চিত্র।

ভুয়ো সিমকাণ্ডে আরও দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার শাখা। ধৃতদের কাছ থেকে ১২৭৪টি চালু থাকা সিম এবং ৩টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া গিয়েছে। সিম জালিয়াতির ঘটনায় ফেব্রুয়ারির শেষ থেকে এখনও পর্যন্ত মোট দশ জন গ্রেফতার হয়েছেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত মাসে যাঁরা গ্রেফতার হয়েছিলেন এই ঘটনায়, তাঁদের জেরা করে তিলজলা থানা এলাকায় আরও এক জনের খোঁজ পান। তার পরই পুলিশের সাইবার শাখার একটি দল তিলজলা থানা এলাকায় তল্লাশি অভিযানে যায় সোমবার। সেখানে পিকনিক গার্ডেন রোড থেকে শুভেন্দু গায়েন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত শুভেন্দু সিম সংযোগের কাজ করতেন। তার পর গ্রাহকদের নথি হাতিয়ে অথবা ভুয়ো নথি দিয়ে মোবাইলের সিম সংযোগের কাজ করতেন বলে অভিযোগ। তার পর সেই সিম প্রতারকদের কাছে মোটা টাকার বিনিময়ে বিক্রি করতেন। ধৃতের কাছ থেকে বিভিন্ন টেলিকম সংস্থার ১২২২টি চালু সিমকার্ড, নগদ ১ লক্ষ ৯৫ হাজার টাকা, মোবাইল ফোন এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাজেয়াপ্ত করা হয়েছে।

শুভেন্দুকে জেরা করে গিরিশ পার্ক থানা এলাকার বিধান সরণিতে আরও এক অভিযুক্তের হদিস পান তদন্তকারীরা। শুভেন্দুর থেকে ওই চালু সিমগুলি নেওয়ার কথা ছিল জিতেন্দ্র আগরওয়াল নামে এক ব্যক্তির। খবর পেয়েই জাল অভিযুক্তকে ধরার জন্য ফাঁদ পেতেছিল পুলিশ। অভিযুক্তের মোবাইলের দোকান রয়েছে। সোমবার রাতে জিতেন্দ্রকেও গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে ৫২টি সিল করা সিমকার্ড, ২টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নগদ সাড়ে ৪৩ হাজার টাকা এবং একটি মোবাইল বাজেয়াপ্ত হয়। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।

Advertisement
আরও পড়ুন