Garden Reach

গার্ডেনরিচে সরস্বতী পুজোর বিসর্জনের দায়িত্বে থাকা পুলিশ ও মহিলা সিভিককে হেনস্থার অভিযোগ, ধৃত ২

ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আদিত্য পাসোয়ান এবং সৈকত মাইতি। দু’জনেই মেটিয়াবুরুজের বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সরস্বতী পুজোর বিসর্জনের দায়িত্বে থাকা পুলিশকর্মী ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে হেনস্থার অভিযোগ উঠল এলাকারই কিছু যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে মেটিয়াবুরুজের বাঁধা বটতলার কাছে ঘটনাটি ঘটেছে। অভিযোগ দায়ের হয়েছে গার্ডেনরিচ থানায়।

Advertisement

ওই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আদিত্য পাসোয়ান এবং সৈকত মাইতি। দু’জনেই মেটিয়াবুরুজের বাসিন্দা। অভিযোগ, বুধবার রাতে স্থানীয় এক ক্লাবের সরস্বতী পুজোর ভাসান চলছিল। সে সময় বাঁধা বটতলার পাহাড়পুর রোডের কাছে কর্তব্যরত ছিলেন পুলিশকর্মী অরুণকুমার মাইতি ও এক মহিলা সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, রাত প্রায় ১০টা নাগাদ ক্লাবের কয়েক জন যুবক এসে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন। তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ। এর পর এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্তেরা। ঘটনায় আহত হয়েছেন ওই পুলিশকর্মী ও সিভিক। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’জনেরই অবস্থা স্থিতিশীল।

ইতিমধ্যে ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার গভীর রাতে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আলিপুর আদালতে হাজির করানো হবে। ওই ঘটনায় আর কে কে জড়িত ছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন