(বাঁ দিকে) উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র। ধৃত যুবক (ডান দিকে) ছবি: সংগৃহীত।
স্কুটার নিয়ে রাতের শহরে ঘুরে বেড়াচ্ছিলেন যুবক। আচরণ সন্দেহজনক মনে হতেই থামিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। স্কুটারের ডিকি খুলতেই দেখা যায়, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছেন ওই যুবক! মঙ্গলবার রাতে পূর্ব কলকাতার খিদিরপুরে ঘটনাটি ঘটেছে। যুবককে গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ কামরান খান। ২৬ বছর বয়সি ওই যুবক একবালপুরের বাসিন্দা। মঙ্গলবার রাতে এজেসি বোস রোড খিদিরপুর উড়ালপুলের নীচে স্কুটার নিয়ে ঘুরছিলেন তিনি। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে থামায় পুলিশ। শুরু হয় তল্লাশি। তাতেই যুবকের স্কুটারের ডিকি থেকে বেরোয় একটি দেশি পিস্তল। তাতে কার্তুজও ছিল। এর পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। কোথা থেকে তাঁর কাছে ওই অস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
চলতি বছরের শুরুতেই বেশ কয়েকটি বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছিল খিদিরপুরে। বর্ষবরণের রাতে অরফানগঞ্জ এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে ১১টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। রাজেশকুমার সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে জানা যায়, রাজেশ বিজেপি নেতা রাকেশ সিংহের পরিচিত। রাকেশের নির্দেশেই ওই অস্ত্র মজুত করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। একই দিনে স্ট্র্যান্ড রোড থেকেও দু’টি ব্যাগবোঝাই অস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সেই ঘটনার সপ্তাহতিনেকের মধ্যেই ফের অস্ত্র উদ্ধার হল কলকাতায়।