Swamp Land Information

জলাভূমি এলাকার সংরক্ষিত জমির দাগ নম্বর প্রকাশের নির্দেশ

২০০৬ সালের জলাভূমি সংরক্ষণ আইন অনুযায়ী, অবৈধ নির্মাণের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করবেন কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩৪
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

পূর্ব কলকাতা জলাভূমি এলাকার সংরক্ষিত জমির দাগ নম্বর জলাভূমি কর্তৃপক্ষের ওয়েবসাইটে এবং সংবাদপত্রে প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, জলাভূমি এলাকায় যে সব জমিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা আছে, সেই সব জমির দাগ নম্বর পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের ওয়েবসাইটে এবং ইংরেজি ও আঞ্চলিক ভাষার সংবাদপত্রে প্রকাশ করতে হবে। এর পাশাপাশি, ২০০৬ সালের জলাভূমি সংরক্ষণ আইন অনুযায়ী, অবৈধ নির্মাণের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করবেন কর্তৃপক্ষ। নতুন কোনও বেআইনি নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না। বিচারপতি সিংহের আরও নির্দেশ, বেআইনি নির্মাণের বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে, সেই সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট জমা দেবেন জলাভূমি কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

এ দিন মামলার শুনানিতে জলাভূমি কর্তৃপক্ষের আইনজীবী অভিযোগ করেন, চিহ্নিত অবৈধ নির্মাণের বিরুদ্ধে রাজ্য প্রশাসন ও কলকাতা পুরসভাকে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ করেনি। যদিও রাজ্যের আইনজীবীর পাল্টা দাবি, জলাভূমি এলাকায় অবৈধ ভাবে তৈরি প্রায় ৯০ শতাংশ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। তবে, মামলাকারীদের আইনজীবী অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় এখনও রোজ নতুন বেআইনি নির্মাণ হচ্ছে। শুধু তা-ই নয়, অবৈধ নির্মাণের অনুমোদনও দেওয়া হচ্ছে জলাভূমি সংলগ্ন পঞ্চায়েত থেকে।

বিচারপতি অমৃতা সিংহের পর্যবেক্ষণ, ‘‘পঞ্চায়েত অবৈধ ভাবে নির্মাণের অনুমোদন দিচ্ছে, এটা চলতে পারে না। আইন অনুযায়ী পঞ্চায়েতের দেওয়া অনুমোদন নিষিদ্ধ জমিতে হচ্ছে কিনা, তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট অনুমোদন বাতিল করতে হবে এবং অবৈধ নির্মাণটি ভেঙে দিতে হবে। দু’বছর ধরে এই মামলা চলছে। ৫০৫টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছেন জলাভূমি কর্তৃপক্ষ। অথচ, কোনও কার্যকরী পদক্ষেপ করা হয়নি। বিচার বিভাগ ও প্রশাসনের উপরে সাধারণ মানুষের আস্থা ফেরাতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে এবং পূর্ব কলকাতা জলাভূমিকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে হবে।’’

আরও পড়ুন