RG Kar Hospital Financial Irregularities

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই, আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে হানা

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই। অতীন বাড়িতেই আছেন বলে খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৪:২৯
কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা।

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই। অতীন বাড়িতেই আছেন বলে খবর। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই-এর তিনটি গাড়ি শুক্রবার দুপুর ২টোর পর অতীনের উত্তর কলকাতার বাড়িতে পৌঁছেছে। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।

Advertisement

আরজি করে ধর্ষণ-খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির বিষয়টি। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অর্থ নয়ছয় করা হয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলাটির তদন্তও করছে সিবিআই। এই মামলায় গ্রেফতার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এখনও তিনি জেলে। প্রথম থেকে আরজি করের দুর্নীতি প্রসঙ্গে একাধিক বার অতীনের নাম এসেছে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা।

শুক্রবার দুপুরে অতীন ঘোষের বাড়িতে সিবিআই।

শুক্রবার দুপুরে অতীন ঘোষের বাড়িতে সিবিআই। —নিজস্ব চিত্র।

সূত্রের খবর, শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে আগেই অতীনকে জানানো হয়েছিল সিবিআই-এর তরফে। সেই অনুযায়ী দুপুরে কেন্দ্রীয় আধিকারিকেরা তাঁর শ্যামবাজারের বাড়িতে যান। সিবিআই-এর দলে রয়েছেন আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসার-সহ সিবিআই-এর উচ্চপদস্থ একাধিক আধিকারিক। কিছু দিন আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। সেখানে যে আধিকারিক ছিলেন, অতীনের বাড়িতেও তিনি রয়েছেন।

সন্দীপ-সহ পাঁচ জনের বিরুদ্ধে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জগঠন করেছে সিবিআই। আলিপুর আদালতে এই মামলা বিচারাধীন।

আরজি করে ২০২৪ সালের ৯ অগস্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি আর্থিক দুর্নীতির মামলাটি এখনও চলছে। ধর্ষণ-খুনের মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগের তদন্তও চালাচ্ছে সিবিআই। আরজি করের ঘটনার পর শহর জুড়ে যখন প্রতিবাদের ঢল নেমেছিল, সেই সময় ১৪ অগস্ট রাতদখল কর্মসূচির মাঝে হাসপাতালে তাণ্ডব চালিয়েছিল একদল দুষ্কৃতী। ভাঙচুর করা হয়েছিল হাসপাতালে। সেই সময়েও অতীনের দিকে আঙুল তুলেছিল বিরোধীরা। সেই ভাঙচুরের ঘটনার তদন্তভার রয়েছে কলকাতা পুলিশের হাতে।

Advertisement
আরও পড়ুন