Financial Fraud Case

বন্ধুত্বের ফাঁদে ‘ব্ল্যাকমেল’, ১৪ লক্ষের প্রতারণার অভিযোগ

পুলিশ সূত্রের খবর, অভিযোগকারী ব্যক্তি কৈলাস বোস স্ট্রিটের বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি জানান, গত বছরের অগস্টে স্নেহা দত্ত নামে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে ওই মহিলা নিজের নাম অভিপর্ণা মল্লিক বলে জানায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:১৪

— প্রতীকী চিত্র।

সমাজমাধ্যমে বন্ধুত্বের ফাঁদে ফেলে কখনও ‘ব্ল্যাকমেল’, কখনও বা ভয় দেখিয়ে ১৪ লক্ষ টাকা হাতানোর অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার ঘটনা। ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, অভিযোগকারী ব্যক্তি কৈলাস বোস স্ট্রিটের বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি জানান, গত বছরের অগস্টে স্নেহা দত্ত নামে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে ওই মহিলা নিজের নাম অভিপর্ণা মল্লিক বলে জানায়। অভিযোগ, অভিযুক্ত মহিলা এর পরে নানা সময়ে কখনও নিজের অসুস্থতার কথা বলে, কখনও ব্ল্যাকমেল করে টাকা দাবিকরে। কয়েক মাসে বিভিন্ন উপায়ে ওই ব্যক্তির থেকে প্রায় ১৪ লক্ষ টাকা হাতানো হয় বলে অভিযোগ। এর পরেই রবিবার অভিযোগকারী আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ করেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এর পিছনে কোনও প্রতারণা-চক্র থাকতে পারে। বন্ধুত্বের নামে প্রতারণার ফাঁদে ফেলতে অভিযোগকারীকে একাধিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। প্রতারণার টাকা কোন কোন অ্যাকাউন্টে গিয়েছে, তা খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন