Kolkata Police

পুলিশকর্মীদের ভোটার-তথ্য চাইল নির্বাচন কমিশন

গত সপ্তাহের শেষ দিকে কলকাতা পুলিশের থানা-সহ ইউনিটে কর্মরত পুলিশকর্মী ও আধিকারিকদের কাছে মুচলেকা লিখিত ভাবে চাওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৯:৪৯

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি চলার মধ্যেই এ বার কলকাতা পুলিশের কর্মীদের ভোটার সংক্রান্ত তথ্য জানতে চাইল নির্বাচন কমিশন। কলকাতাপুলিশের সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে সহকারী নগরপালদের (এসি) মুচলেকা আকারে জানাতে বলা হয়েছে যে, তাঁদের একাধিকভোট গ্রহণ কেন্দ্রের ভোটার তালিকায় নাম নেই।

সূত্রের খবর, গত সপ্তাহের শেষ দিকে কলকাতা পুলিশের থানা-সহ ইউনিটে কর্মরত পুলিশকর্মী ও আধিকারিকদের কাছে ওই মুচলেকা লিখিত ভাবে চাওয়া হয়েছে। পুলিশকর্মীদের মুচলেকার আকারে দিতে হয়েছে যে, তিনি শুধুমাত্র একটি কেন্দ্রেরই ভোটার। মঙ্গলবারের মধ্যে কলকাতা পুলিশের সবথানা ওই মুচলেকা রিপোর্ট আকারে লালবাজারে পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর।

এক পুলিশ আধিকারিক জানান, এর সঙ্গেই সংশ্লিষ্ট পুলিশকর্মী কোন বিধানসভা কেন্দ্রের ভোটার, তাঁর পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর কত, তা-ওলিখিত আকারে জানাতে হয়েছে। থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের থেকেও ওই তথ্য চাওয়া হয়েছে। উল্লেখ্য, সিভিকভলান্টিয়ারদের আইনশৃঙ্খলা ডিউটিতে ব্যবহার করা যায় না। গত লোকসভা নির্বাচন পর্যন্তভোটের ডিউটিতে ব্যবহার করা যায়নি সিভিক ভলান্টিয়ারদের। ফলেতাঁদের তথ্য চেয়ে পাঠানো এককথায় গুরত্বপূর্ণ বলে মনে করছে পুলিশের একাংশ।

মৃত ভোটার থেকে শুরু করে একাধিক কেন্দ্রের ভোটার তালিকায় নাম থাকা এবং ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দিতে ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এ রাজ্যে শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায়খসড়া তালিকায় ওই রকম প্রায় ৫৮ লক্ষ ভোটার বাদ গিয়েছেন। বর্তমানে দ্বিতীয় দফায় শুনানি প্রক্রিয়া চলছে।তার মধ্যেই পুলিশকর্মী ও আধিকারিকদের কাছ থেকে ওই মুচলেকা চাওয়া গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য,কলকাতা পুলিশের থেকে ওই তথ্য চাওয়ার আগে বিভিন্নকেন্দ্রীয় সংস্থার কর্মীদের কাছথেকেও একই মুচলেকা নিয়েছিল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময়েই স্পষ্ট হয়ে গিয়েছে, একাধিক কেন্দ্রের ভোটার তালিকায় নাম থাকলেও তা ইতিমধ্যে বাদ চলে গিয়েছে। সাধারণ নাগরিকদের মতো ওই ফর্ম পূরণ করেছিলেন পুলিশকর্মীরাও। তার পরেও পৃথক ভাবে কমিশনের তরফে একাধিক কেন্দ্রের ভোটার তালিকায় নাম না-থাকার বিষয়ে মুচলেকা চাওয়া অবাক করেছে কলকাতা পুলিশের কর্মীদের। তবে এ বিষয়ে কোনও আধিকারিক কিছু বলতে চাননি।

আরও পড়ুন