Kolkata Fire

কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজার, রাসায়নিকের গুদামে আগুন, পৌঁছোল দমকলের পাঁচটি ইঞ্জিন

বড়বাজারের ওই এলাকা খুবই ঘিঞ্জি। তার মধ্যে অনেক পুরনো বাড়ি এবং বহুতল রয়েছে। মূলত দোকান এবং গুদাম। ব্যবসায়ীরা জানাচ্ছেন, আচমকাই ওই গুদাম থেকে ধোঁয়া বার হতে দেখেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৬:০৪
বড়বাজারের গুদামে আগুন। নিজস্ব চিত্র।

বড়বাজারের গুদামে আগুন। নিজস্ব চিত্র।

বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর আবার কলকাতায় অগ্নিকাণ্ড। এ বার ঘটনাস্থল বড়বাজার। বৃহস্পতিবার দুপুরে বড়বাজারের বনফিল্ড লেনে রাসায়নিকের একটি গুদামে আগুন লেগেছে। তিনতলা ওই ভবনের নীচের তলায় আগুন লেগেছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।

Advertisement

বড়বাজারের ওই এলাকা খুবই ঘিঞ্জি। তার মধ্যে অনেক পুরনো বাড়ি এবং বহুতল রয়েছে। মূলত দোকান এবং গুদাম। ব্যবসায়ীরা জানাচ্ছেন, আচমকাই ওই গুদাম থেকে ধোঁয়া বার হতে দেখেন। আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। রাসায়নিকের গুদাম হওয়ায় আশাপাশের দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে দমকল তৎপরতার সঙ্গে কাজ করছে। ফোম ব্যবহার করে আগুন নেবানোর কাজ করছেন দমকলকর্মীরা। রায়াসনিকের গুদাম হওয়ায় বিষাক্ত গ্যাসও বার হচ্ছে বলে স্থানীয়দের দাবি। দমকল জানাচ্ছে, আগুন নিবে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনও ধোঁয়া দেখা যাচ্ছে। আগুনের উৎসে পৌঁছোনোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।

পর পর দু’দিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে। বুধবারেও বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবাপত্রের একটি দোকানে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় এলাকায়। ওই দোকান সংলগ্ন এলাকায় লোকবসতি রয়েছে। পর পর রয়েছে আবাসন। দোকানের পাশেই থাকা এক আবাসনের বাসিন্দারা দাবি করেন, আগুন তাঁদের বহুতলেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একের পর এক ইঞ্জিন । প্রথমে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement
আরও পড়ুন