Kolkata Police

প্রগতি ময়দান থানা থেকে খোদ ওসির গাড়ি ‘চুরি’! তন্ন তন্ন করে সিসিটিভি ঘাঁটল পুলিশ, কসবায় অবশেষে উদ্ধার, ধৃত যুবক

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে প্রগতি ময়দান থানার সামনে থেকে লাল রঙের একটি টাটা সুমো গাড়ি হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। ওই গাড়িটি প্রগতি ময়দান থানার ওসির জন্য বরাদ্দ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ২০:৫৯
Man detained after trying to steal car of Kolkata Police OC near Pragati Maidan Police Station

প্রগতি ময়দান থানার সামনে থেকে ওসির গাড়ি চুরির চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলকাতায় থানার সামনে থেকে খোদ পুলিশেরই গাড়ি ‘চুরি’! গাড়িতে উঠে পুলিশের নাকের ডগা দিয়ে তা চালিয়ে নিয়ে গেলেন যুবক। কেউ টেরও পেলেন না। বেশ কিছু ক্ষণ পরে গাড়ির খোঁজ শুরু হয় থানায়। সিসিটিভি ফুটেজ ঘেঁটে যুবকের সন্ধান মেলে। গাড়িটি উদ্ধার করা হয় কসবা থেকে। আপাতত যুবককে আটক করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে প্রগতি ময়দান থানার সামনে থেকে লাল রঙের একটি টাটা সুমো গাড়ি হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। ওই গাড়িটি প্রগতি ময়দান থানার ওসির জন্য বরাদ্দ। বিকেল ৫টা ২৫ মিনিট নাগাদ গাড়িটির খোঁজ শুরু হয়। থানা এবং এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। তন্ন তন্ন করে সিসিটিভিতে গাড়িটির খোঁজ চলে। দেখা যায়, বিকেল ৫টা ৮ মিনিটে থানার সামনে থেকে গাড়িটি চালিয়ে নিয়ে গিয়েছেন এক যুবক। তাঁর পরনে ছিল কমলা রঙের টি-শার্ট এবং হাফ প্যান্ট।

সিসিটিভিতে দেখা যায়, থানার সামনে বেশ কিছু ক্ষণ ধরেই যুবক ঘোরাফেরা করছিলেন। কিছু ক্ষণ পরে আচমকা তিনি গাড়িতে উঠে পড়েন এবং গাড়িটি চালাতে শুরু করেন। তাঁকে চিহ্নিত করার পর প্রগতি ময়দান থানা থেকে দ্রুত যোগাযোগ করা হয় ট্র্যাফিক কন্ট্রোল রুমের সঙ্গে। গাড়ি এবং চিহ্নিত যুবকের বর্ণনা দেওয়া হয়। কসবা থানার সামনে গাড়িটিকে আটকায় পুলিশ। আটক করা হয় যুবককে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম ইমরান হুসেন। বয়স ১৯ বছর। তিনি উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। কেন পুলিশের গাড়ি তিনি চুরি করতে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, যুবকের মানসিক সমস্যা থাকতে পারে। মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন