Survey Park

কাঁধে ঋণের বোঝা, খেলনা বন্দুক নিয়েই সরকারি ব্যাঙ্ক লুটের চেষ্টা যুবকের! সার্ভে পার্কে আটক ১

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ডালিম বসু ওরফে তাতাই। বছর তেত্রিশের ওই যুবক সার্ভে পার্কেরই সাউথ রোডের বাসিন্দা। ডাক বিভাগে কর্মরত ডালিম সরকারি ব্যাঙ্কের ওই শাখা থেকে মাত্র ১০০ মিটার দূরেই থাকেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২০:০২
উদ্ধার হওয়া সেই খেলনা বন্দুক।

উদ্ধার হওয়া সেই খেলনা বন্দুক। ছবি: সংগৃহীত।

কাঁধে লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা। তাই উপায়ান্তর না-দেখে খেলনা বন্দুক নিয়েই ব্যাঙ্ক লুটতে গেলেন যুবক! শুক্রবার দুপুরে খাস কলকাতার সার্ভে পার্কে ঘটনাটি ঘটেছে। আটক করা হয়েছে ওই ব্যক্তিকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ডালিম বসু ওরফে তাতাই। বছর তেত্রিশের ওই যুবক সার্ভে পার্কেরই সাউথ রোডের বাসিন্দা। ডাক বিভাগে কর্মরত ডালিম সরকারি ব্যাঙ্কের ওই শাখা থেকে মাত্র ১০০ মিটার দূরেই থাকেন। শুক্রবার দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ ব্যাঙ্কে গিয়েছিলেন ডালিম। অভিযোগ, ব্যাঙ্কে ঢুকেই ডালিম প্রথমে মূল ফটকটি বন্ধ করে দেন। এর পর আচমকা বন্দুক বার করেন তিনি। ব্যাঙ্কের কর্মী ও গ্রাহকেরা আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করে দেন। বন্দুক দেখিয়ে টাকা চাইতেও শুরু করেছিলেন ডালিম। কিন্তু তার আগেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। এর পরেই দেখা যায়, এত ক্ষণ যে বন্দুকটি দিয়ে ডালিম সকলকে ভয় দেখাচ্ছিলেন, সেটি আসলে খেলনা বন্দুক! যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি ছুরিও।

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃতকে জানিয়েছেন, ঘাড়ে মোটা অঙ্কের ঋণের বোঝা থাকার কারণেই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ২৪ লক্ষ টাকার বাড়ি, ৫ লক্ষ টাকা দিয়ে বাড়ি সংস্কার, ২ লক্ষ টাকার বাইক— সব মিলিয়ে ব্যাঙ্কে প্রায় ৩০-৩৫ লক্ষ টাকার ঋণ ছিল তাঁর। প্রতি মাসে ইএমআই বাবদ অনেক খরচ হত, সে কারণেই বাধ্য হয়ে ব্যাঙ্ক লুট করতে নেমেছিলেন তিনি!

Advertisement
আরও পড়ুন