Minor Girl Raped in Kolkata

গোলপার্কের হোটেলে স্কুলছাত্রীকে গণধর্ষণ করল তারই চার বন্ধু! তিন জনকে গ্রেফতার পুলিশের

নির্যাতিতার অভিযোগের পরেই তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে হাজির করানোর পর তাদের হেফাজতে নেওয়া হচ্ছে। চতুর্থ অভিযুক্তের খোঁজে চলছে তদন্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৬:০১
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্কুলছাত্রীকে গণধর্ষণ করল তারই চার বন্ধু! এমনটাই অভিযোগ উঠেছে খাস কলকাতায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। চতুর্থ অভিযুক্তের খোঁজ চলছে।

Advertisement

সোমবার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রী নাবালিকা। অভিযুক্তেরাও তার পূর্বপরিচিত। অভিযোগ, গত বছরের ডিসেম্বর মাসে দক্ষিণ কলকাতার গোলপার্কের একটি হোটেলে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে গণর্ধষণ করে তারই চার বন্ধু। অভিযোগ পাওয়ার পরেই চার মাস আগের ওই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। মামলা দায়ের হয় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ৬৪(এম), ৭০(২), ৭৭ এবং ৩৫১(৩) ধারায়। নির্যাতিতা নাবালিকা হওয়ায় শিশু সুরক্ষা আইনের (পকসো) অধীনেও মামলা দায়ের হয়েছে।

অভিযোগ, গত ১৯ ডিসেম্বর চার বন্ধু মিলে পরিকল্পনা করে ওই নাবালিকাকে লেক মলে একটি খাবারের দোকানে ডেকে পাঠায়। দুপুর ২টো নাগাদ সেখানেই সকলে মিলে খাওয়াদাওয়া করে। এর পর তাকে ভুলিয়েভালিয়ে কাছেই গোলপার্কের একটি গেস্টহাউসে নিয়ে যায় অভিযুক্তেরা। সেখানেই ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তা-ই নয়, নাবালিকা যাতে এ বিষয়ে মুখ না খোলে, সে জন্য তাকে হুমকিও দেয় অভিযুক্তেরা। নির্যাতিতার অভিযোগের পরেই তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে হাজির করানোর পর তাদের হেফাজতে নেওয়া হচ্ছে। চতুর্থ অভিযুক্তের খোঁজে চলছে তদন্ত।

Advertisement
আরও পড়ুন