Mysterious Death in Presidency Jail

প্রেসিডেন্সি জেলে রহস্যমৃত্যু বন্দির! গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, আত্মহত্যা না কি নেপথ্যে অন্য কারণ?

বুধবার সকাল থেকেই খোঁজ মিলছিল না সন্দীপের। জেলে তাঁর সেলেও পাওয়া যায়নি। খোঁজাখুঁজির পর সকাল ১১টা নাগাদ জেল চত্বরের এক গাছ থেকে সন্দীপকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অন্য বন্দিরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৬:০১
Mystery grows over discovery of prisoner\\\\\\\\\\\\\\\'s body at Presidency Correctional home

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রেসিডেন্সি সংশোধনাগারে এক বন্দির মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনাচ্ছে। বুধবার সকালে সংশোধনাগার চত্বরের একটি গাছ থেকে ওই বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কী ভাবে ওই বন্দির মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আত্মহত্যা না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জেল সূত্রে খবর, মৃত বন্দির নাম সন্দীপ দাস। ২৯ বছর বয়সি সন্দীপ আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। বছরখানেক আগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা চলছিল। পুলিশ হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে বিচারাধীন ছিলেন সন্দীপ।

বুধবার সকাল থেকেই খোঁজ মিলছিল না সন্দীপের। জেলে তাঁর সেলেও পাওয়া যায়নি। খোঁজাখুঁজির পর সকাল ১১টা নাগাদ জেল চত্বরের এক গাছ থেকে সন্দীপকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অন্য বন্দিরা। খবর দেওয়া হয় জেলের নিরাপত্তাকর্মীদের। পরে জেল কর্তৃপক্ষের তরফেই হেস্টিং থানায় জানানো হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠায়।

জেল সূত্রে আরও খবর, গত কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সন্দীপ। কী কারণে, তা-ও স্পষ্ট নয়। অনেকের ধারণা, ওই অবসাদ থেকে আত্মহত্যা করতে পারেন সন্দীপ। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন