—প্রতীকী চিত্র।
শীতের ভোরে দুর্ঘটনা কলকাতায়। শুক্রবার ভোর ৫টার কিছু আগে হেস্টিংস মোড়ের অনতিদূরে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ২৭ বছরের এক যুবক আহত হয়েছেন। তিনি গাড়ির পিছনের আসনে বসেছিলেন। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ভোরে মেটিয়াবুরুজের দিক থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল চার চাকার গাড়িটি। উল্টো দিক থেকে আসছিল পণ্যবাহী একটি ট্রাক। ট্রাকটি ট্র্যাফিক বিধি ভেঙে ভুল লেনে চলে আসে বলে অভিযোগ। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
স্থানীয়রাই আহত যুবককে গাড়ি থেকে বার করে আনেন। তবে গাড়িচালকের তেমন চোট-আঘাত লাগেনি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পরেই গাড়িটির এয়ারব্যাগ খুলে গিয়েছিল। যা থেকে পুলিশের অনুমান গাড়িটি দ্রুত গতিতে চালানো হচ্ছিল। অন্য দিকে, দুর্ঘটনার পরেই পালিয়েছেন ট্রাকচালক। পুলিশ ট্রাকটিকে বাজেয়াপ্ত করে চালককে খুঁজছে।