Police Investigation

জখম বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতের পরিবারের

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার পোস্তা থানা এলাকার শিব ঠাকুর লেনে একটি চারতলা বাড়ি থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় শিখা সিংহকে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৫১

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

জখম বান্ধবীর বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ দায়ের করলেন মৃতের বাবা। যার ভিত্তিতে ওই তরুণীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পোস্তা থানার পুলিশ। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন জখম ওই তরুণী।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার পোস্তা থানা এলাকার শিব ঠাকুর লেনে একটি চারতলা বাড়ি থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় শিখা সিংহকে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। একই সঙ্গে, ওই বাড়ির নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিখার বন্ধু রাজেন্দ্র শর্মা ওরফে ভিকিকে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভিকিকে মৃত বলে ঘোষণা করা হয়।

এক তদন্তকারী আধিকারিক জানান, ওই ঘটনার কয়েক দিন পরেই ভিকির বাবা পুলিশের কাছে শিখা এবং অন্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই শিখাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভিকির দেহের ময়না তদন্তও হয়েছে। এমনকি, ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞেরা নমুনাও সংগ্রহ করেছেন। তবে, ময়না তদন্তের মতো ফরেন্সিক বিশেষজ্ঞেরাও ভিকির মৃত্যুর কারণ নিয়ে কিছু জানাননি। পুলিশের দাবি, ওই রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে, ঠিক কী ঘটনা ঘটেছিল।

তবে প্রাথমিক তদন্ত এবং শিখাকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ জানতে পেরেছে, শিখার মৃত স্বামীর বন্ধু ছিলেন ভিকি। বছর দুয়েক আগে স্বামীর মৃত্যু হলে শিখার সঙ্গে ভিকির সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, শিখা ভিকিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তাই নিয়ে মঙ্গলবার দু’জনের মধ্যে বচসা হয়। শিখার অভিযোগ, ভিকি তাঁকে ছুরি দিয়ে কোপান। তার পরে ওই বাড়ির তেতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার হয়েছে। শিখা হাসপাতাল থেকে ছাড়া পেলে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। দু’জনের মধ্যে ধস্তাধস্তির সময়ে ভিকি উপর থেকে পড়ে গিয়েছেন, না কি তিনি নিজেই ঝাঁপ দিয়েছেন, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। তাই ময়না তদন্তের রিপোর্টের দিকে পুলিশ তাকিয়ে রয়েছে বলে সূত্রের দাবি।

আরও পড়ুন