Plastic Recycle

যন্ত্রে প্লাস্টিকের বোতল প্রক্রিয়াকরণ করে বাড়তি আয় হচ্ছে রেলের

নতুন ব্যবস্থায় প্লাস্টিকের বোতল প্রক্রিয়াকরণের জন্য পাঠানোর ফলে যাত্রী-ভাড়া বহির্ভূত খাতে আয় বেড়েছে রেলের। স্টেশন চত্বরে বসানো বিভিন্ন ডাস্টবিন, রেলের কোচ ছাড়াও প্ল্যাটফর্ম, লাইন-সহ নানা জায়গা থেকে ওই সব বোতল সংগ্রহ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৩

—প্রতীকী চিত্র।

স্টেশন চত্বর থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াকরণের জন্য পাঠানোর ক্ষেত্রে অভিনব প্রকল্প হাতে নিয়েছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। দৈনিক শতাধিক দূরপাল্লার ট্রেন ছাড়াও শহরতলির বহু ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ে। দু’ধরনের ট্রেন মিলিয়ে দৈনিক সফর করেন প্রায় দশ লক্ষ যাত্রী। তাঁদের যাতায়াতের পথে জল, ঠান্ডা পানীয়ের বোতল-সহ নানা ধরনের প্লাস্টিকের বিপুল পরিমাণ বর্জ্য জমা হয়। ওই বর্জ্য সংগ্রহ করে তার প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করতে হাওড়া স্টেশনে প্লাস্টিকের গাঁট বা ‘বেল’ তৈরি করার যন্ত্র বসানো হয়েছে। ওই যন্ত্রের মাধ্যমে দৈনিক কয়েক টন প্লাস্টিকের বোতল সঙ্কুচিত করে প্লাস্টিকের জমাট গাঁট তৈরি করা যায়। এর ফলে বিপুল পরিমাণ প্লাস্টিক সংগৃহীত হলেও তা মজুত করার জন্য তুলনামূলক ভাবে অনেক কম জায়গা লাগে। ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় প্রায় ৯ টন সংগৃহীত প্লাস্টিক প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়েছে। ওই প্লাস্টিক বিক্রি করে রেলের আয় হয়েছে ৩.৩৩ লক্ষ টাকা।

রেল সূত্রের খবর, নতুন ব্যবস্থায় প্লাস্টিকের বোতল প্রক্রিয়াকরণের জন্য পাঠানোর ফলে যাত্রী-ভাড়া বহির্ভূত খাতে আয় বেড়েছে রেলের। স্টেশন চত্বরে বসানো বিভিন্ন ডাস্টবিন, রেলের কোচ ছাড়াও প্ল্যাটফর্ম, লাইন-সহ নানা জায়গা থেকে ওই সব বোতল সংগ্রহ করা হয়েছে। এই ব্যবস্থা স্টেশন পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিকল্প আয়ের রাস্তা খোলার ক্ষেত্রেও বিশেষ সহায়ক হয়েছে বলে জানাচ্ছেন রেলের আধিকারিকেরা।

আরও পড়ুন