unnatural death

বালিগঞ্জ সেনা ক্যাম্পে গভীর রাতে উদ্ধার জওয়ানের দেহ, পড়ে গিয়েছিলেন তিন তলা থেকে!

জওয়ানকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ২১:০৫

— প্রতীকী চিত্র।

কলকাতার বালিগঞ্জ সেনা ক্যাম্পে রহস্যমৃত্যু হল এক জওয়ানের। বৃহস্পতিবার গভীর রাতে ওই ছাউনিতে গোহিল কিষাণ শিবভাইকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মনে করা হচ্ছে, ব্যারাক করিডরের তিন তলা থেকে পড়ে গিয়েছেন তিনি।

Advertisement

বালিগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, গোহিল গুজরাতের ভাবনগরের বাসিন্দা। তাঁর বয়স ৩১ বছর। বৃহস্পতিবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ তাঁকে পড়ে থাকতে দেখা যায় ব্যারাক করিডরের কাছে। কী ভাবে তিনি পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
আরও পড়ুন