Winter in West Bengal

দক্ষিণবঙ্গে জাঁকিয়ে বসছে শীত! কালিম্পঙের পাহাড়ি ঠান্ডাকেও পিছনে ফেলল বীরভূম, ভেলকি দেখাচ্ছে কলকাতার শহরতলিও

চলতি সপ্তাহে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কয়েক ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে পারদ আরও কিছুটা নামতে পারে উত্তরের জেলাগুলিতেও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১২:৪৬
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তুরে হাওয়ার দাপট।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তুরে হাওয়ার দাপট। ছবি: পিটিআই।

শীতে কাবু রাজ্যবাসী। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যেমন ঘন কুয়াশা দেখা গিয়েছে, তেমনই পাল্লা দিয়ে জাঁকিয়ে পড়েছে শীত। কলকাতায় যেমন ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে পারদ, শহরতলিতে আরও কম। জেলাগুলিতে দাপট দেখাচ্ছে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা টেক্কা দিয়েছে কালিম্পংকেও।

Advertisement

মঙ্গলবার ভোরে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে শীতলতম ছিল বীরভূম। বীরভূমের সিউড়ি এবং শ্রীনিকেতন উভয় জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দক্ষিণবঙ্গের মধ্যে ‘ফার্স্ট বয়’ বলা যেতে পারে এই দুই শহরকেই। গোটা রাজ্যের হিসাবে সিউড়ি এবং শ্রীনিকেতন রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের আগে রয়েছে একমাত্র দার্জিলিং। মঙ্গলবার ভোরে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থানে রায়গঞ্জ। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে। এর পরেই কালিম্পং। মঙ্গলবার ভোরে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। উত্তরবঙ্গের ‘থার্ড বয়’ কালিম্পং। মঙ্গলবার সকালে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সেই ‘থার্ড বয়’-এর চেয়েও বেশি শীত পড়েছে বীরভূম-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এমনকি কলকাতা শহরতলিতেও কোথাও কোথাও এলাকা টেক্কা দিয়েছে কালিম্পঙের শীতকে।

নদিয়ার কৃষ্ণনগরে মঙ্গলবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। কল্যাণীতে পারদ নেমেছে ৭ ডিগ্রিতে। বাঁকুড়াও পিছনে ফেলেছে কালিম্পঙকে। সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭.৮ ডিগ্রিতে। বর্ধমান এবং আসানসোলেও রাতের তাপমাত্রা নেমে গিয়েছে ৭.২ ডিগ্রি এবং ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। এমনকি উত্তর ২৪ পরগনার কলকাতা সংলগ্ন কিছু এলাকাতেও তাপমাত্রা কালিম্পঙের তুলনায় নীচে নেমে গিয়েছে। যেমন ব্যারাকপুরে তাপমাত্রা নেমে গিয়েছে ৮.২ ডিগ্রিতে।

এ ছাড়া সল্টলেক-সহ কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকাতেও উত্তুরের হাওয়ার দাপট টের পাওয়া যাচ্ছে সকাল থেকে। সল্টলেকে মঙ্গলবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি। দমদমে ছিল ৯.৫ ডিগ্রি। ঠান্ডার দাপট টের পাওয়া যাচ্ছে উপকূলীয় জেলাগুলিতেও। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের দিঘায় পারদ ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিঙেও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমেছে। দক্ষিণবঙ্গের কোথাওই মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রির উপরে ওঠেনি।

অন্য দিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়িরই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও গত কয়েক দিন ধরে জাঁকিয়ে শীত পড়েছে। কালিম্পঙের পাশাপাশি মঙ্গলবার জলপাইগুড়িতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। এ ছাড়া কোচবিহারে ৯.১ ডিগ্রি, বালুরঘাটে ৯.৫ ডিগ্রি, মালদহে ৯.৭ ডিগ্রি এবং আলিপুরদুয়ারে ১১ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

চলতি সপ্তাহে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কয়েক ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। তার পরের ৪-৫ দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি কম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দু’দিন আরও পারদ পতন হবে। আরও দুই ডিগ্রি পারদ নামতে পারে উত্তরের জেলাগুলিতেও।

Advertisement
আরও পড়ুন